Published : 02 Jun 2025, 03:22 PM
ফাইনালে ওঠার লড়াইয়ে হেরে আইপিএল থেকে বিদায়ের পর আরেকটি দুঃসংবাদ শুনতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। তাকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে মন্থর ওভার রেটের কারণে। একই কারণে শাস্তি পেয়েছেন দুর্দান্ত ইনিংস খেলে দলকে ফাইনালে তোলা পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ারও।
আহমেদাবাদে রোববার এই দুই দলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসের পরই নামা বৃষ্টির কারণে খেলা শুরু হয়ে অনেক দেরিতে। যেখানে কার্যকর হয় টুর্নামেন্টের পরিবর্তিত প্লেয়িং কন্ডিশন। ফলে পুরো ৪০ ওভারের ম্যাচ শেষ করার জন্য দেওয়া হয় দুই ঘন্টা বাড়তি সময়। কিন্তু মন্থর ওভার রেটের কারণে আরও বেশি সময় লাগে ম্যাচ শেষ হতে।
শ্রেয়াসকে জরিমানা করা হয়েছে ২৪ লাখ রুপি। এবারের আসরে পাঞ্জাব অধিনায়কের দ্বিতীয় মন্থর ওভার রেটের অপরাধ এটি। ইম্প্যাক্ট প্লেয়ারসহ পাঞ্জাবের বাকি ১১ জনের জরিমানা ম্যাচ ফির ২৫ শতাংশ কিংবা ৬ লাখ রুপি করে।
পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে ৩০ লাখ রুপি। আসরে তৃতীয়বার মন্থর ওভার রেটের অপরাধের কারণে মুম্বাই অধিনায়কের জরিমানার পরিমাণ এত বেশি। ইম্প্যাক্ট প্লেয়ারসহ মুম্বাইয়ের বাকি ১১ জনের জরিমানা ম্যাচ ফির ৫০ শতাংশ কিংবা ১২ লাখ রুপি করে।
পান্ডিয়ার জন্য স্বস্তির খবর যে, নিষিদ্ধ হতে হচ্ছে না তাকে। আগে নিয়ম ছিল, তিনবার মন্থর ওভার রেটের কারণে জরিমানা হলে ওই অধিনায়ক এক ম্যাচ নিষিদ্ধ হবেন। গত মৌসুমে এই নিয়মের কারণেই এবারের মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারেননি মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। তবে এবারের আসর থেকে নিষেধাজ্ঞার নিয়ম তুলে নেওয়া হয়েছে।
২০৩ রানের পুঁজি গড়েও ম্যাচটি মুম্বাই হেরে যায় ৫ উইকেটে। ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসে ৬ বল বাকি থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস, ১১ বছর পর ফাইনালে জায়গা করে নেয় পাঞ্জাব।
একই মাঠে আগামী মঙ্গলবারের ফাইনালে পাঞ্জাবের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলের সামনেই প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।