Published : 27 May 2025, 10:30 PM
৯৬ থেকে ভুবনেশ্বর কুমারের অফ স্টাম্পের বাইরের বলে সজোরে ব্যাট চালালেন রিশাভ পান্ত। কাভারের ওপর দিয়ে উড়ে গিয়ে এক ড্রপে বল চলে গেল বাউন্ডারির বাইরে। সেঞ্চুরি পূরণের পর ব্যাট রেখে, একটু সামনে এগিয়ে দুই হাত মাটিতে রেখে দুই পা শূন্যে তুলে তিনি দিলেন ডিগবাজি! আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার আসরে জুড়ে ব্যর্থতার পর অবশেষে জ্বলে উঠতে পারলেন দলের শেষ ম্যাচে। নজর কাড়লেন তার অদ্ভুতুড়ে ওই উদযাপন দিয়েও।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মঙ্গলবার ৫৪ বলে সেঞ্চুরি করেন পান্ত। ৮ চার ও ১১ ছক্কায় ৬১ বলে অপরাজিত ১১৮ রানের ইনিংস খেলেন লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক।
When he hits, they stay as hit 😍
A 𝗣𝗮𝗻𝘁𝗮𝘀𝘁𝗶𝗰 𝘄𝗮𝘆 𝘁𝗼 𝗴𝗲𝘁 𝘁𝗼 𝗮 💯
Updates ▶ https://t.co/h5KnqyuYZE #TATAIPL | #LSGvRCB | @RishabhPant17 pic.twitter.com/Hka9HBgpFy
— IndianPremierLeague (@IPL) May 27, 2025
গত নভেম্বরের নিলামে ২৭ কোটি রুপিতে পান্তকে দলে নেয় লাক্ষ্ণৌ। আইপিএলের ইতিহাসে নিলামে এত পারিশ্রমিক পাননি আর কোনো ক্রিকেটার। পরে বিধ্বংসী এই কিপার-ব্যাটসম্যানকে দেওয়া হয় দলের অধিনায়কত্ব।
কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে শুরু হয় আসরে তার পথচলা। প্রথম ১২ ইনিংসে করতে পারেন কেবল ১৫১ রান। ফিফটি মাত্র একটি।
প্রথম ১২ ম্যাচের সাতটিতে হেরে, প্রাথমিক পর্ব থেকে তার দলের বিদায় নিশ্চিত হয়ে যায় দুই ম্যাচ বাকি থাকতেই।
অবশেষে দলের শেষ ম্যাচে এসে বড় ইনিংস এলো পান্তের ব্যাটে, বড্ড দেরিতে!
লাক্ষ্ণৌতে এ দিন পান্ত তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন, ইনিংসের তৃতীয় ওভারে। চতুর্থ বলে ইয়াশ দায়ালকে বিশাল ছক্কায় ডানা মেলে দেন তিনি। পরে ওই ওভারে মারেন দুটি চার।
সুয়াশ শার্মাকে ছক্কায় ওড়ানোর দুই বল পর টানা দুই চারে ফিফটি পূর্ণ করেন তিনি ২৯ বলে। সেখান থেকে পরের পঞ্চাশ করতে লাগে ২৫ বল।
সেঞ্চুরির পথে তিনি ছক্কা মারেন ৬টি। পরে আরও দুটি ছক্কা মেরে অপরাজিত রয়ে যান শেষ পর্যন্ত। টস হেরে ব্যাটিংয়ে নামা লাক্ষ্ণৌ ৩ উইকেটে করে ২২৭ রান।
আইপিএলে পান্তের দ্বিতীয় সেঞ্চুরি এটি। প্রথমটি করেছিলেন ২০১৮ সালের আসরে। তখনকার দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে চারে নেমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেদিন ৬৩ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।