বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 07 Jan 2025, 06:30 PM
সকালে সিলেটে এসে দুপুরেই খেলতে নেমে গেলেন জেসন রয়। আগের দিন দলে যোগ দেওয়া মোসাদ্দেক হোসেন ও শাস্তি কাটিয়ে ফেরা সাব্বির রহমানও পেলেন প্রথম সুযোগ। এই তিন জনের সঙ্গে ঢাকা ক্যাপিটালস একাদশে পরিবর্তন দেখা গেল আরও তিনটি। কিন্তু একসঙ্গে এত পরিবর্তনের কথা যেন জানেনই না থিসারা পেরেরা কিংবা তিনি বেমালুম গেলেন ভুলে। ঢাকা অধিনায়ক একাধিকবার বললেন, পরিবর্তন শুধু ৩টি।
মিরপুরে তিন ম্যাচের সবকটি হেরে সিলেটে এসেছে ঢাকা। ঘুরে দাঁড়ানোর আশায় রংপুর রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচের একাদশের অর্ধেকের বেশিই বদলে ফেলেছে তারা। তাতেও কোনো লাভ হয়নি। উল্টো আরও বাজে পারফরম্যান্সে টানা চতুর্থ পরাজয়ের তিক্ততা সঙ্গী হয়েছে তাদের।
আগের দিনই প্রধান কোচ খালেদ মাহমুদ আভাস দিয়েছিলেন, জেসন রয়ের সঙ্গে মোসাদ্দেক এবং সাব্বিরকে এই ম্যাচে খেলাবে ঢাকা। সেটিকে সত্যি করে একাদশে জায়গা পান তিনজনই।
এছাড়া একাদশে ফেরানো হয় হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম ও আমির হামজা হোতাককে। এই ছয়জনকে জায়গা করে দিতে বাদ পড়েন স্টিভেন এসকিনাজি, শাহাদাত হোসেন, শুভাম রাঞ্জানে, চাতুরাঙ্গা ডি সিলভা, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ চৌধুরি।
এতগুলো পরিবর্তন নিয়ে যেন ধারণাই ছিল না পেরেরার। টস হেরে ব্যাটিং পাওয়ার পর একাদশ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনটি পরিবর্তনের কথা জানান ঢাকা অধিনায়ক। পরে একাদশ দেখে বোঝা যায়, পরিবর্তন আদতে তিনটির দ্বিগুণ।
কিন্তু পেরেরা আলোচনার জন্ম দিয়েছেন ম্যাচ শেষেও একই কথা বলে। দলের সঙ্গে পুরোটা ব্যাটিং-বোলিং করার পরও তিনি বুঝতে পারেননি একাদশে পরিবর্তন মোট কয়টি!
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছয়টি পরিবর্তনের কারণ জিজ্ঞেস করা হলে আবারও তিনটির কথাই বলেন পেরেরা।
“না, শুধু ৩টি পরিবর্তন ছিল! আজকে আমাদের সম্ভাব্য সেরা কম্বিনেশন ছিল। ভারসাম্যপূর্ণ বোলিং ও ব্যাটিং লাইনআপ ছিল। কিন্তু ব্যাটিং জ্বলে ওঠেনি। এটিই বড় ব্যাপার ছিল।”
চিটাগং কিংসের সঙ্গে ঢাকায় সবশেষ ম্যাচ খেলার পর দলের সঙ্গেই ছিলেন না পেরেরা। শ্রীলঙ্কায় ফিরে গিয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। রংপুরের বিপক্ষে ম্যাচের আগে সোমবার বাংলাদেশে ফিরেছেন তিনি।
এই আসা-যাওয়ার পর ব্যাটিংয়ে বিপরীত চিত্রই দেখেন পেরেরা। কিংসের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটসম্যান এবার ড্রেসিং রুমে ফেরেন প্রথম বলে। তার মতো অবস্থা দলের বাকিদেরও। কেউই ২০ রানের বেশি করতে পারেননি।
ছন্দ খুঁজে পেতে বিপিএলে ৮ বছরের বেশি সময় পর চার নম্বরে নামা লিটন কুমার দাস আউট হন ৯ রান করে। জেসন রয়, তানজিদ কিংবা একাদশে ফেরা হাবিবুরও বড় কিছু করতে পারেননি। হতাশ করেন আসরে প্রথম খেলতে নামা মোসাদ্দেক আর সাব্বিরও।
ঢাকা কোনোমতে একশ ছুঁতে পারে মূলত অতিরিক্ত পাওয়া ১৭ রানের সৌজন্যে। যা সহজেই টপকে যায় দারুণ ছন্দে থাকা রংপুর।
এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ব্যাটসম্যানদের ছন্দে ফেরার তাগিদ দেন ঢাকা অধিনায়ক।
“খুবই দুঃখজনক ব্যাপার যে টানা ৪ ম্যাচ হেরেছি। দেখতে হবে ব্যাটিংয়ে কোথায় ভুল হচ্ছে। কারণ গত কয়েক ম্যাচে ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোলিং আগের চেয়ে ভালো হচ্ছে। ব্যাটিং নিয়ে ভাবতে হবে।”
আসরে প্রথম জয়ের খোঁজে বৃহস্পতিবার কিংসের মুখোমুখি হবে ঢাকা।