সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১২৭
ভারত: ১১.৫ ওভারে ১৩২/৩
02 Jul 2025, 05:57 PM
১২ ওভারে জিতে গেল ভারত
তাসকিন আহমেদের পরপর তিন বলে দুই চারের পর ছক্কা মারলেন হার্দিক পান্ডিয়া। ৪৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেল ভারত। ৩ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
গোয়ালিয়রের শ্রীমান মাধাবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের করা ১২৭ রান টপকে যেতে মাত্র ১১.৫ ওভার লাগল ভারতের। বাংলাদেশের বিপক্ষে এর চেয়ে দ্রুত আর একবার জিতেছে তারা।
গত বছর এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দুই দলের লড়াইয়ে ৯.২ ওভারে ৯৭ রানের লক্ষ্য ছুঁয়েছিল ভারত।
একশ বা তার বেশি রানের লক্ষ্যে এটিই ভারতের সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০০ রানের লক্ষ্য তারা ৪১ বল বাকি থাকতে ছুঁয়েছিল।
ছোট লক্ষ্যে শুরু থেকে ঝড়ো ব্যাটিং করতে থাকে ভারত। পাওয়ার প্লেতে ৭১ রান করার পর একই ছন্দে এগোতে থাকে তারা। দলের কেউই চল্লিশ ছুঁতে পারেননি। তবে সবাই দ্রুত রান তুলেছেন।
শেষ দিকে ১৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন হার্দিক। ৫ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া সুরিয়াকুমার ইয়াদাভ ১৪ বলে ২৯ ও সাঞ্জু স্যামসন ১৯ বলে করেন ২৯ রান।