Published : 25 May 2025, 10:08 PM
প্রথম দুই ওভারে ২৬ রান। তৃতীয় ওভারে প্রথম চার বলে রান ১০। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিজের শেষ আটটি বল বেশ ভালো করলেন রিশাদ হোসেন। এর মাঝে পেলেন একটি উইকেটও।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৪২ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ।
লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ জন বোলিং করে ওভারপ্রতি ১০ এর কমে রান দেন কেবল অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার পাকিস্তানের এই তারকা পেসার।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ে নামা কোয়েটার ইনিংসের অষ্টম ওভারে বল হাতে পান রিশাদ। দলটির সংগ্রহ তখন ৩ উইকেটে ৬০ রান।
রিশাদের প্রথম তিন বলে দুটি চার মারেন হাসান নাওয়াজ। শেষ তিন বলে আসে দুটি সিঙ্গল। ওভারে খরচ মোট ১০ রান।
রিশাদের পরের ওভারে প্রথম বল লং-অন দিয়ে ছক্কায় ওড়ান নাওয়াজ। পরের দুই বলে দুটি চার মারেন পাকিস্তানের এই তরুণ ব্যাটসম্যান।
ওই ওভারে প্রথম তিন বলে ১৪ রান দেওয়া রিশাদ শেষ তিন বলে ২ রানের বেশি অবশ্য দেননি।
আবার তিনি বোলিং পান ইনিংসের ত্রয়োদশ ওভারে। এবার প্রথম দুই বলে আসে দুটি সিঙ্গল। পরের দুই বলে টানা চার মারেন আভিশকা ফার্নান্দো। পরের বলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রতিশোধ নেন ২২ বছর বয়সী স্পিনার। ছক্কার চেষ্টায় বল আকাশে তুলে মিড-অফে শাহিন আফ্রিদির হাতে ধরা পড়েন আভিশকা। শেষ বলে আসে এক রান।
ওই ওভারে ১১ রানে প্রাপ্তি একটি উইকেট।
নিজের কোটার শেষ ওভারে দারুণ বোলিং করেন রিশাদ। ইনিংসের পঞ্চদশ ওই ওভারে আসে কেবল পাঁচটি সিঙ্গল। ততক্ষণে বিপজ্জনক হয়ে ওঠা নাওয়াজ এবার তিন বল খেলে নিতে পারেন কেবল দুই রান।
একদিন আগে দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রিশাদ।
বল হাতে ৭ ম্যাচে ওভারপ্রতি ৯.৩৩ করে রান দিয়ে ১৩ উইকেট নিয়ে আসর শেষ করলেন তিনি।
লাহোর দলে থাকা বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ফাইনালে একাদশে সুযোগ পাননি।
তৃতীয়বার পিএসএল চ্যাম্পিয়ন হতে ২০ ওভারে লাহোরকে করতে হবে ২০২ রান।