Published : 31 May 2025, 08:16 PM
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। পায়ের চোটে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে পারবেন না শরিফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার শরিফুলের চোটের খবর জানিয়েছে বিসিবি। অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৪ ছুঁইছুঁই বাঁহাতি এই পেসারকে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে চোট পান শরিফুল। নিজের প্রথম ওভারে তিন বল করার পর ডান পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়ে যান তিনি। পরে আর নামতে পারেননি তিনি।
বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, স্ক্যান করার পর শরিফুলের পায়ের পেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়ে।
“এমআরআই স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার পর তার (শরিফুল) ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে।”
শরিফুল ছিটকে যাওয়ায় পেস বিভাগে শক্তি আরও কমল বাংলাদেশের। চোটের কারণে আগে থেকেই নেই মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আর নিজে থেকে নাম সরিয়ে নেন তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা।
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে রোববার বাংলাদেশের পেস বিভাগে তাই থাকছেন শুধু হাসান মাহমুদ, তানজিম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে সামনের টেস্ট সিরিজেও অনিশ্চিত শরিফুলের অংশগ্রহণ। ফিজিও দেলোয়ার জানিয়েছেন, খেলার সবুজ সঙ্কেত পেতে ২-৩ সপ্তাহ লাগবে শরিফুলের।
“চোটের কারণে আগামী ২-৩ সপ্তাহের জন্য দল বাছাই প্রক্রিয়া থেকে ছিটকে গেছেন শরিফুল। এই সময় তাকে বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে যথাযথ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে।”
দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। টেস্ট সিরিজের দুই ম্যাচ ১৭ ও ২৫ জুন।