Published : 07 Jun 2025, 08:23 PM
চট্টগ্রাম নগরী সন্ধ্যা ৬টার মধ্যে কোরবানির পশু বর্জ্যমুক্ত হয়েছে বলে ভাষ্য সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের।
তিনি বলেছেন, এই সময়ের মধ্যে নগরী থেকে প্রায় ১০ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
শনিবার রাতে নগরীর দামপাড়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, “আজ সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের পরিচ্ছন্ন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী, তাদেরকে ধন্যবাদ।
“সকাল ৮টা থেকে ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে লোডারসহ ৩৬৯টি গাড়ি নিয়ে ৪২০০ শ্রমিক পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন। সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে নগরীর কোরবানির বর্জ্য অপসারিত হয়েছে।”
তিনি বলেন, “এছাড়া নগরীর কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ায় কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের কিছু এলাকায় বিকালে কোরবানি দেওয়ার সংস্কৃতি থাকায় সেসব বর্জ্য অপসারণেও পদক্ষেপ নেওয়া হয়েছে।
“এছাড়া অনেকে ঈদের পরদিন কোরবানি দেন, সে বর্জ্যও আমরা অপসারণ করব।”
নগরীর কোথাও রাত ৮টার পরে কোরবানির পশু বর্জ্য পড়ে থাকতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণকক্ষে (০২৩৩৩৩৮৯১২২, ০২৩৩৩৩৮৯১২১ অথবা ০১৮৯৪-৮৮৩০০৫, ০১৮১১-৮০৩৬৬৬, ০১৭৬১-৪২৬৩৭১) জানানোর অনুরোধ জানান মেয়র।
এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম,উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা।