Published : 16 Jun 2025, 10:03 PM
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ২৭ জন যাত্রী নিয়ে একটি স্পিড বোট বিকল হয়ে দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর ভেসে ভেসেই তা উপকূলে পৌঁছেছে।
সোমবার দুপুর ১২টার দিকে স্পিড বোটটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে কুমিরার উদ্দেশে ছাড়ে। সন্দ্বীপ মেরিন সার্ভিস নামে একটি কোম্পানির অধীনে স্পিড বোটটি পরিচালিত হয়।
সন্দ্বীপের স্থানীয় এক সাংবাদিক বলেন, সীতাকুণ্ডের কুমিরা ঘাটের কাছাকাছি থাকা অবস্থায় স্পিডবোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এসময় বৈরি আবহাওয়ার মধ্যে সেটি সাগরে ভাসতে থাকে এবং প্রবল ঢেউয়ের মুখে পড়ে। এসময় বোটে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোটটি ভাসতে ভাসতে কুমিরা উপকূলে ভেড়ে।
বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে এখন সাগর উত্তাল। সেকারণে ওই রুটে স্পিড বোট চলাচলের অনুমতি ছিল না। তারপরও স্পিডবোট সন্দ্বীপ থেকে ছাড়ার খবরে পাওয়া যায়।
তিনি বলেন, ”ওই স্পিডবোট কুমিরার কাছাকাছি আসার পর জ্বালানি তেল ফুরিয়ে বিকল হয়ে পড়ে বলে আমরা জানতে পেরেছি। পরে নৌযানটি ভাসতে ভাসতে কূলে এসে পৌঁছায়।”
এ ঘটনা জানার পর স্পিড বোটের মালিক এবং চালককে কারণ দর্শাতে বলা হয়েছে এবং চালকের লাইসেন্স স্থগিতের উদ্যোগ নেওয়া হয়েছে।