Published : 17 Jun 2025, 06:53 PM
‘প্রতারণার মাধ্যমে’ সন্তানের এইচএসসির ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
নারায়ণ চন্দ্র নাথ মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কাজী মিজানুর রহমান তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি নারায়ণ চন্দ্র নাথ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে আজ তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
সন্তানের এইচএসসির ফল জালিয়াতির অভিযোগে অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে গত ২১ জানুয়ারি এ মামলা করা হয়। বোর্ডের বর্তমান সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ মামলাটি দায়ের করেন।
মামলায় শিক্ষাবোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান, নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ এবং শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আনোয়ারকে আসামি করা হয়।
নক্ষত্র দেবনাথের ফল জালিয়াতির অভিযোগ সামনে এলে তদন্তে নেমে সেটির প্রমাণ পায় শিক্ষা বোর্ড। পরে ওই ফল বাতিল করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল চট্টগ্রামের পরিচালক থাকা অবস্থায় অধ্যাপক নারায়ণকে ওএসডি করা হয়। এর আগে তিনি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকও ছিলেন।
সচিব থাকাকালে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় নগরীর একটি বেসরকারি কলেজ থেকে অংশ নেন তার ছেলে নক্ষত্র দেবনাথ। পরে তার ছেলের জিপিএ-৫ প্রাপ্তি নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন শিক্ষক। এ নিয়ে আলোচনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়।
কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২০২৪ সালের ২৪ অক্টোবর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নক্ষত্রের ফলাফল বাতিল করা হয়। সেসময় তদন্ত কমিটি নারায়ণের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও পরামর্শ দিয়েছিল।
পুরনো খবর
ছেলের ফল জালিয়াতি: চট্টগ্রাম বোর্ডের সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা