Published : 16 Jun 2025, 04:43 PM
চট্টগ্রামে পোশাক কারখানার জন্য আমদানি করা চুরি যাওয়া কাপড়ের রোল উদ্ধার করা হয়েছে টেরিবাজারের দোকানের গুদাম থেকে।
নগরীর বিভিন্ন এলাকায় রোববার অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তারের পর এসব কাপড়ের সন্ধান পাওয়া গেছে বলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার চারজন হলেন- মো. আকবর আলী (২৬), মো. শহিদুল ইসলাম জীবন (২৭), মো. আব্দুল করিম হৃদয় (২৭) ও মো. হাছান (২৬)।
এই চারজন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি করা কাপড় চুরি চক্রের ‘সক্রিয় সদস্য’ বলে পুলিশের ভাষ্য।
বিজ্ঞপ্তিতে পুলিশ বলছে, উদ্ধার করা এসব কাপড় ঈদের ছুটিতে হালিশহর সিএসপি গোডাউন এলাকার একটি গ্যারেজে রাখা কভার্ড ভ্যান থেকে চুরি হয়েছিল। মালিকের অভিযোগের প্রেক্ষিতে নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি দল সেগুলো উদ্ধার করে।
“গত ৬ জুন বিকালে ২২০ রোল কাপড় ভর্তি কভার্ড ভ্যানটি গ্যারেজে রেখে চালক ঈদ করতে বাড়িতে যান। ৮ জুন চালক গ্যারেজে এসে কভার্ড ভ্যানের পেছনের দরজার তালা খোলা দেখে মালিককে অবগত করেন। কভার্ড ভ্যান থেকে ৫১ রোল কাপড় চুরি হয়।“
চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ জনের দেওয়া স্বীকারোক্তিতে নগরীর পাইকারী কাপড়ের বাজার কোতোয়ালী থানার টেরী বাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে হাজী দুদু মিয়া মার্কেটের তৃতীয় তলায় রায়হান নামের এক ব্যক্তির গুদামে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়ছে বলে পুলিশ জানিয়েছে।
চুরিতে জড়িত এই চক্রটি আমদানি করা পণ্য সামগ্রী পরিবহনের সময় পথের মধ্যে গাড়ি থেকে কৌশলে চুরি করে এবং সেগুলো ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন বলে পুলিশ জানিয়েছে।