Published : 19 Jun 2025, 04:00 PM
চট্টগ্রাম নগরে এক দিনে আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ৫০।
বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগের ২৪ ঘণ্টায় জেলায় আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত মোট ৫০ জনের নমুনায় কোভিড পজেটিভ হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৪৩ জন।”
এর আগে ১০ জুন প্রথম চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। সেদিন একজনের শরীরে এবং তার তিন দিন আগে আরও দুইজনের শরীরে করোনভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জনের কার্যালয়।
সে হিসেবে, গত ১০ দিনে জেলায় মোট ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হল। তাদের মধ্যে ইতোমধ্যে মীরসরাইয়ের এক বাসিন্দা মারা গেছেন।
বৃহস্পতিবারের প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে যে ছয় জনের কোভিড পজেটিভ হয়েছে তারা সবাই নগরীর বাসিন্দা।
নগরীর ছয়টি বেসরকারি ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসব নমুনা পরীক্ষা করা হয়।
এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ, ২৩ জন নারী ও এক শিশু।
কোভিড সংক্রমণ শুরুর পর এই রোগের চিকিৎসায় জেলার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে নির্ধারণ করা হয়।
শুরুতে সেখানে আইসিইউ বেড থাকলেও ভেন্টিলেটর না থাকায় সেই সেবা বন্ধ ছিল। পরে জেনারেল হাসপাতালে তিনটি ভেন্টিলেটর সংযুক্ত করে ৫ শয্যার আইসিইউ সেবা চালু করা হয় কোভিড রোগীদের চিকিৎসার জন্য।
আরও পড়ুন:
চট্টগ্রামে ৩ কোভিড রোগী শনাক্ত
কোভিড: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩টি ভেন্টিলেটর, মেডিকেলও প্রস্তুত
চট্টগ্রামে কোভিড চিকিৎসার দুই হাসপাতালেই নেই ভেন্টিলেটর
চট্টগ্রামে কোভিডের টিকা আছে ৮০ হাজার: সিভিল সার্জন