Published : 29 May 2025, 06:26 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের বিরোধের জেরে এক যুবদলকর্মী খুন হয়েছেন।
সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট বাজারের কাছে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত কলিম উদ্দিন সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় থাকতেন। তিনি স্থানীয় যুবদলের রাজনীতিতে যুক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়িক বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে একপক্ষের হামলায় কলিম গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকার সহস্রধারা ঝর্ণার নিয়ন্ত্রণ নিয়ে দুইপক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
পরিদর্শক (তদন্ত) আলমগীর বলেন, “ এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতেও আসেননি।”