Published : 19 Jun 2025, 09:07 PM
রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে নগরীর কোতোয়ালি ও সদরঘাট থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশের আবেদনের শুনানি করে বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় নগরীর নিউ মার্কেট মোড় এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় কোতোয়ালি ও সদরঘাট থানায় দুটি মামলা হয়।
“ওই দুটি মামলায় এ বি এম ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। তিনি ওই দুটি মামলার এজাহারনামীয় আসামি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন।”
কারাগারে থাকা ফজলে করিম চৌধুরীকে এদিন ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়। নিজেকে নিদোর্ষ দাবি করে তিনি বলেন, “আমি রাউজানের সংসদ সদস্য, শহরের কোনো ঘটনার সাথে জড়িত নই।”
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটকের কথা জানায় বিজিবি। পরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে আনা হয়।
হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাংচুর, দখল, রাউজানের গহিরার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগ এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।#
পুরনো থবর
ফজলে করিম আরও ৩ মামলায় গ্রেপ্তার
অস্ত্র মামলায় ফজলে করিম ৩ দিনের রিমান্ডে
তিন মামলায় আরো ৮ দিনের রিমান্ডে ফজলে করিম চৌধুরী
ফজলে করিম চৌধুরী রিমান্ড শেষে কারাগারে
রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম ২ দিনের রিমান্ডে
রাউজানের সাবেক এমপি ফজলে করিম আখাউড়া সীমান্তে আটক
বিশাল কর্মীবাহিনী নিয়ে মনোয়নপত্র জমা দিলেন ফজলে করিম