Published : 22 Dec 2024, 05:12 PM
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার নগরীর নেভাল বার্থ-৬ এর পেছনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ৩৫ বছর বয়সী এ যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন লাশ দেখে খবর দেওয়ার পর পুলিশ গিয়ে উদ্ধার করে। তার পরনে নীল রঙের জিন্স প্যান্ট, হাফ হাতা জ্যাকেট এবং গোল গলা গেঞ্জি ছিল।
ওসি বলেন, জিহ্বা বের করা ও গায়ের চামড়া উঠে যাওয়া লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিভাবে এ যুবকের মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি।