Published : 19 Jun 2025, 09:27 PM
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, গণআন্দোলনের সময় থানা থেকে অস্ত্রটি লুট হয়েছিল এবং সেটি দিয়ে তিনি ছিনতাই করে আসছিলেন।
চট্টগ্রামের রাসমনি ঘাট ফুটব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ।
গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম (২৮) পরিচিত ‘ব্লেড মাসুম’ নামে। পুলিশ বলছে, তিনি নগরীর ‘পেশাদার ছিনতাইকারী’। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, গোপন খবরে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তার কাছ থেকে ৭.৬২ এমএম পিস্তল, চারটি গুলিসহ ম্যাগজিন ও একটি খালি ম্যাগজিন পাওয়া যায়।
ওসি বলেন, “গত ৫ অগাস্ট সরকার পরিবর্তনের সময় পাহাড়তলী থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় সেটি লুট করা হয়েছিল। পরে লুটপাটকারীর কাছ থেকে ব্লেড মাসুম পিস্তলটি সংগ্রহ করেন।”
মাসুম অস্ত্রটি দিয়ে পাহাড়তলী টোল রোড দিয়ে বিদেশগামী ও বিদেশ থেকে আসা মানুষজন এবং ট্রাক-কভার্ডভ্যান চালকদের ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিলেন বলে পুলিশের ভাষ্য।
অস্ত্র উদ্ধারের ঘটনায় মাসুমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় একটি ডাকাতি মামলাও রয়েছে।