Published : 31 May 2025, 07:31 PM
বিরূপ আবহাওয়ার কারণে ঢাকার বদলে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নেমেছে ভিন্ন জায়গা থেকে আসা চারটি ফ্লাইট।
শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে শাহ আমানত বিমানবন্দরে নামে এসব ফ্লাইট। সবগুলো ফ্লাইটেরই গন্তব্য ছিল ঢাকায়।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বিডিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খারাপ আবহাওয়ার কারণে এসব ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছে। আবহাওয়া ভালো হবার পর এসব ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে।
বিকাল ৪টা ৩৩ মিনিটে এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আসা একটি ফ্লাইট ঢাকার বদলে চট্টগ্রামে নামে। এর আগে বিকাল ৪টা ৩২ মিনিটে এয়ার এস্ট্রার কক্সবাজার থেকে ঢাকামুখী ফ্লাইটটি চট্টগ্রামে নামে।
কয়েক মিনিটি পর ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহী থেকে ঢাকাগামী বিমানটি নামে বিকাল ৪টা ৪৭ মিনিটে।
এছাড়া সৈয়দপুর থেকে ঢাকামুখী ইউএস বাংলার ফ্লাইটি চট্টগ্রামে নেমেছে বিকাল সোয়া ৫টায়।
সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত কোনো ফ্লাইটই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেনি।