Published : 12 Jun 2025, 06:57 PM
চট্টগ্রামের সাতকানিয়ায় বালু ভরাটের কথা বলে ডেকে নিয়ে ’অপহরণ’ করা এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা স্লুইচ গেইট এলাকা থেকে জহির উদ্দিন মিন্টু নামের এ বালু ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, মিন্টু নলুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা করতেন তিনি।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্লুইচ গেইট থেকে আরও অন্তত তিন কিলোমিটার ভেতরে পাহাড়ি জঙ্গল থেকে মিন্টুকে উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে ‘অপহরণকারীরা’ মিন্টুকে ফেলে চলে যান বলে জানান তিনি।
পরিদর্শক সুদীপ্ত বলেন, নলুয়া ইউনিয়নে রাতে একটি ফুটবল প্রতযোগিতায় ছিলেন জহির উদ্দিন মিন্টু। রাত ৯টার দিকে তাকে টেলিফোনে বালু ভরাটের কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। ছোট ভাইকে নিয়ে সেখানে যাওয়ার পর তাকে অপহরণ করা হয় এবং ছোট ভাইকে ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে যৌথ বাহিনী টানা অভিযান চালিয়ে পাহাড়ি জঙ্গল এলাকা থেকে তাকে উদ্ধার করে।
তিনি বলেন, মিন্টুকে ছাড়ার জন্য ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে তার ছোট ভাইয়ের দাবি। অপহরণকারী পালিয়ে যাওয়ায় এর প্রমাণ মেলেনি।