Published : 06 Apr 2025, 07:14 PM
চট্টগ্রামে ফটিকছড়িতে বড় ছেলের দায়ের কোপে ছোট ছেলের পর আহত মাও মারা গেছেন।
রোববার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা বেগম (৫৫) নামের ওই নারীর মৃত্যু হয়।
তার আগে গত শুক্রবার এ ঘটনায় জুলেখার ছোট ছেলে মো. মাসুমও (৩৭) মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে’ কেন্দ্র করে ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভূজপুর ৭ নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, “বাড়ির উঠানে বস্তায় শুকনো পাতা রাখা নিয়ে নিহত মাসুমের স্ত্রীর সঙ্গে বড় ভাই মো. ইয়াসিনের স্ত্রীর কথা কাটাকাটি হয়। এ নিয়ে মাসুম তার স্ত্রীর পক্ষ নিয়েছিলেন।
“ইয়াসিন বাড়ি এসে স্ত্রীর কাছে ঘটনা শুনে ক্ষুব্ধ হয়ে মাসুমকে দা দিয়ে এলোপাতাড়ি কোপান। সে সময় জুলেখা বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করেন ইয়াসিন।”
ওসি বলেন, “আহত অবস্থায় দুজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মাসুম ও আজকে তার মা জুলেখার মৃত্যু হয়।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
“তাদেরকে মামলা করতে বলা হয়েছিল। আর ইয়াসিন আত্মগোপনে আছেন,” বলেন ওসি।