Published : 22 May 2025, 06:34 PM
কমলা ঘোষণায় আমদানি করা এক কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার রাতভর ৪০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনারের কায়িক পরীক্ষা করে এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকার আমদানিকারক আহসান করপোরেশন কমলালেবু ঘোষণায় গত ১৫ মে এক কন্টেইনার পণ্য আমদানি করে। পরে ভুয়া নথিপত্র দিয়ে সেই পণ্য খালাসের চেষ্টাও হয়। এই চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রায়হানুজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কন্টেইনারটি জব্দ করে কায়িক পরীক্ষা করা হয়। তাতে কমলালেবুর বদলে দুটি বিদেশি ব্যান্ডের সিগারেট পাওয়া যায়।
“কন্টেইনারটিতে ১২৫০ কার্টনে লামের ও অস্কার ব্রান্ডের মোট এক কোটি ২৫ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের বিপরীতে শুল্কের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা।”
কাস্টমস কর্মকর্তারা বলছেন, কন্টেইনারে ৫ হাজার ৪১৮ কেজি কমলালেবুও পাওয়া গেছে। কমলা লেবু আমদানিতে শুল্কের পরিমাণ কম হওয়ায় মিথ্যা ঘোষণায় এসব সিগারেট আনা হয়েছে।