Published : 30 May 2025, 09:44 PM
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতেও বন্দর নগরী চট্টগ্রামে জলাবদ্ধতা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বিষয়টিকে ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন তিনি।
শুক্রবার বিকালে চট্টগ্রামের রহমতগঞ্জ, জেএমসেন লেন, জিইসি মোড়, মুরাদপুর ও বহদ্দারহাটসহ জলাবদ্ধতাপ্রবণ কয়েকটি এলাকাগুলো ঘুরে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ও করেন।
উপদেষ্টা বলেন, “টানা বৃষ্টির পরও নগরে জলাবদ্ধতা না হওয়া একটি বড় সাফল্য। এই সাফল্যের পেছনে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সেবা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা রয়েছে। পরিকল্পিতভাবে কাজ চালিয়ে গেলে ভবিষ্যতেও নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত থাকতে পারবে। চলমান কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রেখে বাকি কাজগুলো দ্রুত শেষ করতে হবে।”
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অগ্রগতি ভিডিও কলে সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে জানান ফারুক ই আজম।
সাগরে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বন্দর নগরীতে বৃষ্টি শুরু হয়। সারারাত টানা বর্ষণ চলে। শুক্রবারও দিনভর বৃষ্টি হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, যা চলতি মৌসুমে সেখানকার সর্বোচ্চ বৃষ্টিপাত।
বন্দর নগরীর জলাবদ্ধতার সমস্যা গত প্রায় দুই দশক ধরে প্রকট। সচরাচর ১০০ মিলিমিটার বা তার কমবেশি বৃষ্টিপাতেই নগরীর বিভিন্ন এলাকায় তলিয়ে যায় পানিতে। কিন্তু গত কয়েক বছরের মধ্যে শুক্রবারই প্রথম এত ভারি বৃষ্টির পরও নগরীতে জলাবদ্ধতা হয়নি।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার পরিদর্শনের সময় সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সিসিসির ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা ও মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
অতি ভারি বৃষ্টিতেও ডোবেনি চট্টগ্রাম নগরী
চাইছি ৩০০ কোটি, দিয়েছে ৮-১০ কোটি: মেয়র শাহাদাত
চট্টগ্রামে এবার জলাবদ্ধতা অর্ধেকে নামিয়ে আনতে বললেন প্রধান উপদেষ্টা
চট্টগ্রামে জলাবদ্ধতা: 'প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা ভেবে দেখা হবে'
জলাবদ্ধতা নিরসনে বরাদ্দ না পাওয়ায় চট্টগ্রামের মেয়রের 'হতাশা'
চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য দায়ী আগের মেয়র ও সিডিএ চেয়ারম্যানরা