Published : 09 Jun 2025, 05:15 PM
চট্টগ্রামে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় অ্যাকসেস রোডের মুখে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আবুল হাশেম (৬০) চন্দনপুরা পশ্চিম গলির বাসিন্দা।
চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডোবায় আবর্জনার স্তূপে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সুরতহালে শরীরে কোনো জখমের চিহ্ন দেখা যায়নি।
পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেছেন বলে জানান ওসি।
পরিবারের সদস্যদের বরাতে ওসি জাহেদুল বলেন, “হাশেম বিয়েসাদি করেননি। ভাইদের সাথে থাকতেন। তারা জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিভিন্ন সময়ে বাসা থেকে বের হয়ে ঘুরে বেড়াতেন। রোববার রাতেও বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।”
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।