Published : 01 Jun 2025, 03:52 PM
ব্যাঙ ধরতে গিয়ে অপহরণের শিকার পাঁচ মারমা যুবককে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
রাঙ্গুনিয়ার লালারখিল এলাকা থেকে শুক্রবার রাতে অপহৃত পাঁচ জনকে শনিবার রাতে উদ্ধার করা হয়। যাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশের ভাষ্য।
উদ্ধার করা পাঁচ জন হলেন- পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা, চসিং মারমা।
তারা সবাই রাঙামাটির চন্দ্রঘোনা উপজেলার আমতলী পাড়ার বাসিন্দা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সিফাতুল মাজদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চন্দ্রঘোণার একটি অংশ দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায়। শুক্রবার সন্ধ্যায় তারা বৃষ্টির পানিতে ব্যাঙ ধরতে বের হয়। রাতে তারা লালারখিল এলাকায় আসে।
“এসময় কিছু ‘পাহাড়ি দুস্কৃতিকারী’ তাদের ধরে গহীন পাহাড়ে নিয়ে আটকে রাখে। শনিবার সকালে তাদের পরিবারে ফোন করে ‘মুক্তিপণ’ দাবি করে।”
ওসি সিফাতুল বলেন, “শনিবার রাতে অপহৃতদের পরিবার বিষয়টি দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় এসে অভিযোগ করে। সাথে সাথে অবস্থান নির্ণয় করে পুলিশ অভিযান শুরু করে।
“অপহৃতদের অবস্থান শনাক্ত করে নারিশ্চা রাস্তা হয়ে বরখোলা মগপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে তাদের না পেয়ে মহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। একপর্যায়ে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং গাছে বাঁধা অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করা হয়।”
এ ঘটনায় মামলা হয়েছে এবং অপহরণকারীদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি সিফাতুল।