Published : 02 Jun 2025, 09:23 PM
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এবারের বাজেটে 'জুলাই যোদ্ধা' নামে ব্যক্তি পর্যায়ে আয়করের নতুন ক্যাটাগরি চালু করেছে অন্তর্বর্তী সরকার।
২০২৫-২৬ অর্থবছরে ‘জুলাই যোদ্ধা’ নামের এ ক্যাটাগরিতে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার বাজেট প্রস্তাবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত গেজেটভুক্ত 'জুলাই যোদ্ধারা' করমুক্ত আয়সীমার সুবিধা পাবেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে নতুন অর্থবছর থেকে ৫ লাখ ২৫ হাজার টাকা করার কথাও বলেন অর্থ উপদেষ্টা।
বাজেট বক্তৃতার শুরুতে অর্থ উপদেষ্টা মুক্তিযুদ্ধের শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের পাশাপাশি জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন।
তিনি বলেন, “২০২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। আমাদের ওপর বর্তায় বিগত সরকারের রেখে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন কাজটি।
“আমি স্বস্তি এবং আনন্দের সঙ্গে জানাতে চাই, মাত্র ১০ মাসের কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে।”
সোমবার অর্থ উপেদষ্টো সালেহউদ্দিন আহেমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।
করমুক্ত আয়সীমা বাড়ল, সঙ্গে বাড়ল করদাতার ওপর করের চাপ
এদিন বিকাল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এ বাজেট উপস্থাপন করেন সালেহউদ্দিন আহমেদ। অন্যান্য সংবাদমাধ্যমেও তা প্রচার হয়।
এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় অনুমোদন পায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।
জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হল ভিন্ন আঙ্গিকে।
এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন; ১ জুলাই শুরু হবে নতুন অর্থবছর।
সবশেষ সংসদের বাইরে বাজেট দেওয়া হয় ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার।