Published : 26 May 2025, 08:58 PM
অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়ার’ ট্রেইলার প্রকাশ্যে এসেছে।
দুই মিনিটের এই ট্রেইলারে উঠে এসেছে আব্বাস ও তার আট স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের গল্প। আব্বাসের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
ট্রেইলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছেন। প্রত্যেক স্ত্রীর কাছে আব্বাস আলাদা ধরনের মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানেন না। তবে আব্বাসের ট্রাকের হেলপার সেলিম সবই জানে। ঘটনাচক্রে আট নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি থেকে আব্বাস কীভাবে রেহাই পায় সেই গল্পই দেখা যাবে সিরিজে।
‘বোহেমিয়ান ঘোড়া’ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সিরিজটি মুক্তি পাচ্ছে ঈদের আগ দিয়ে জুন মাসের ৫ তারিখ।
সিরিজে মোশাররফ ছাড়াও আরো অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
আব্বাস চরিত্রটি নিয়ে বিজ্ঞপ্তিতে মোশাররফ করিম বলেন, "দর্শক গল্প ও আব্বাসের চরিত্রটি দেখে বেশ মজা পাবে বলে আশা করছি। আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছানোর।"
‘বোহেমিয়ান ঘোড়ায়' রুনা খানের চরিত্রটি একদম ভিন্ন; গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর চরিত্র। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে ‘বোহেমিয়ান ঘোড়ায়'।
সিরিজে মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান হয়েছেন ছটফটে এক তরুণী। জুই করিম হাজির হচ্ছেন এক নতুন আঙ্গিকে। সংযমী ও অনুভূতিপূর্ণ চরিত্রে রয়েছেন ফারহানা হামিদ। আর সিরিজটির মাধ্যমে হইচইয়ে অভিষেক হচ্ছে অদিতি ও বৃষ্টির।
সেই সঙ্গে দেখা যাবে রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকেই।
আব্বাসের চরিত্রটি নিয়ে পরিচালক অমিতাভ রেজা বলেন, "আব্বাস চরিত্রটি এমন একজন মানুষ, যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীদের মন জয় করে ফেলে, কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সব সময় এক গভীর দ্বন্দ্বে ভোগে।"
পরিচালকের ভাষায়, এই সিরিজের জন্য এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল, যার অভিনয়ক্ষমতা এমন যে ক্ষণে ক্ষণে চরিত্রের রূপ পরিবর্তন করতে পারে। মেথড অভিনয়ে পারদর্শী, যার মধ্যে মোশাররফ করিম একজন। তাই আব্বাস চরিত্রে মোশাররফ করিমকে নেওয়া।
আরও পড়ুন: