Published : 14 Jun 2025, 08:39 PM
এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘আরও আগে কেন দেখা হলো না’ গানটি প্রকাশ্যে এল শিল্পীর মৃত্যুর পাঁচ বছর পর।
মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সংঘাত’ নামের সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছে। সেজন্য নয় বছর আগে গানটি রেকর্ড করা হয়েছিল। সেই সিনেমা এখন মুক্তির অপেক্ষায়।
গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এন্ড্রু কিশোরের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন নাজমুন মুনিরা ন্যান্সি।
সুদীপ কুমার দীপ গ্লিটজকে বলেন, "এটা অনেক আগের লেখা একটি গান। গানটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। এন্ড্রু কিশোর দাদার কণ্ঠে গানটি আসবে সেই চিন্তা করেই লেখা হয়েছিল। দীর্ঘদিন পর হলেও গানটি যে প্রচার হচ্ছে, এটা বেশ ভালো লাগার।"
সপ্তাহখানেক আগে সিডি প্লাস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। রোমান্টিক ঘরানার এ গানের ভিডিও চিত্রে দেখা গেছে অভিনেতা অভি ও সুবহাকে।
‘সংঘাত’ সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ আসলাম। এই গান দিয়েই শুরু হয়েছে সিনেমার প্রচারণা।
এন্ড্রু কিশোরের জন্ম ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে; সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। ছোট বেলা থেকেই সংগীতের অনুরক্ত ছিলেন তিনি। প্রাথমিকভাবে সংগীতের পাঠ শুরু করেন রাজশাহীর আবদুল আজিজ বাচ্চুর কাছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনায় পড়লেও গানই ছিল তার ধ্যান-জ্ঞান। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হন।
একসময় গানের নেশায় এন্ড্রু কিশোর ছুটে আসেন রাজধানী ঢাকায়। চলচ্চিত্রে গান গাওয়া শুরু হয়েছিল ১৯৭৭ সালে; ‘মেইল ট্রেন’ এ আলম খানের সুরে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে। এরপর বাদল রহমানের ‘এমিলের গোয়েন্দা বাহিনী’তেও কণ্ঠ দেন তিনি।
১৯৭৯ সালে প্রতিজ্ঞা চলচ্চিত্রের ‘এক চোর যায় চলে’ গান গাওয়ার পর আর পেছনে ফিরতে হয়নি তাকে। নব্বইয়ের দশকের শেষ দিক পর্যন্ত চলচ্চিত্রের গানে একচ্ছত্র আধিপত্য ছিল তার।
এন্ড্রু কিশোরের গাওয়া সিনেমার গানগুলোর মধ্যে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ভালোবেসে গেলাম শুধু’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘ডাক দিয়েছেন দয়াল আমারে’, ‘সবাই তো ভালবাসা চায়’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘সবাই তো ভালবাসা চায়’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘আমি চিরকাল প্রেমেরও কাঙাল’, ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’- এমন অনেক গান এখনও মানুষের মুখে ফেরে। গান গেয়ে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নয় মাস ধরে ভুগছিলেন এই গায়ক। চিকিৎসা নিতে গিয়েছিলেন বিদেশেও। কিন্তু শেষ রক্ষা হয়নি। কোভিড মহামারীর বছর ২০২০ সালে ৬ জুলাই রাজশাহীতে ৬৪ বছর বয়সে চলে যান এন্ড্রু কিশোর।