Published : 04 Jun 2025, 10:34 AM
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাড়া তোলা সিনেমা ‘তুফান’ দেখানো হবে কোরবানির ঈদে টেলিভিশনের পর্দায়। এছাড়া দেখানো হবে এই নায়কের আরেকটি সিনেমা ‘দরদ’।
দুইটি সিনেমাই প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে ‘তুফান’। একই সময়ে ‘দরদ’ সিনেমা প্রচার হবে ঈদের চতুর্থ দিন।
গেল বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'তুফান'। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিব খানকে দেখা গেছে দ্বৈত চরিত্রে।
নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফানের চিত্রনাট্য।
শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।
সিনেমার পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া তোলে।
চতুর্থ দিন 'দরদ'
অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তি পায় গত বছরের ১৫ নভেম্বরে। ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’।
চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।
‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
১৪৯ মিনিট দৈর্ঘের এই সিনেমায় চারটি গান রয়েছে।
সিনেমার শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।