Published : 05 Jun 2025, 04:35 PM
প্রেমিক রকি জয়সোয়ালকে বিয়ে করেছেন ভারতের ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ সিরিয়ালের সাড়া তোলা অভিনেত্রী হিনা খান।
যিনি ‘লড়ছেন’ ক্যান্সারের সঙ্গে। শরীরে মারণব্যধি ধরা পড়ার পর থেকে নিজের চিকিৎসা নিয়ে যাবতীয় সব তথ্যই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী। যোগ দিচ্ছেন নানা অনুষ্ঠানেও। এবার বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন হিনা নিজেই সুখবর দিয়েছেন।
নিউজ ১৮ লিখেছে, হিনা ও রকি জীবনসঙ্গী হয়েছেন আইনিভাবে।
ছবিতে দেখা গেছে, সবুজাভ শাড়ির সঙ্গে হিনা পরেছেন হালকা গোলাপি রঙের ওড়না। হাতে ছিল একটি বড় হীরার আংটি। এসব শাড়ি ও গয়না নকশা করেছেন মনীশ মালহোত্রা।
রকি জয়সোয়াল হাতের কাজ করা সাদা পাঞ্জাবি পরেছিলেন। এই পোশাকের নকশাও মনীশ মালহোত্রা করেছেন।
ইনস্টাগ্রামে বিয়ের খবর দিয়ে হিনা লিখেছেন, “দুটি ভিন্ন জগৎ থেকে এসে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব তৈরি করেছি। আমাদের ভেতরের পার্থক্য মিলিয়ে গেছে, হৃদয় এক হয়েছে। আমরা সারা জীবনের জন্য একটি বন্ধনে আবদ্ধ হয়েছি।”
স্বামী-স্ত্রী হিসেবে সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চেয়েছেন হিনা।
গেল বছরে হিনা নিজেই জানিয়ে ছিলেন যে তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন।
ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা। জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারাই সাহস জুগিয়েছেন বলে ভাষ্য অভিনেত্রীর।
তবে আত্মবিশ্বাস ধরে রাখতে বদ্ধপরিকর হিনা এই রোগের সঙ্গে মাঝেমধ্যে পেরে উঠছেন না বলেও জানিয়েছিলেন।
কেমোর কারণে হিনার মাথার চুল আগেই ঝরে পড়েছে। সেটিও ভক্তদের দেখিয়েছেন হিনা। চোখের ভ্রুও ঝরেছে হিনার।
অভিনেত্রী আরও বলেছিলেন, এ সময়ে তিনি আশাহত না হয়ে ইতিবাচক থাকতে চান।