Published : 15 Jun 2025, 08:31 PM
দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে আসছে ঢাকা পদাতিকের প্রযোজনায় নাটক 'পাইচো চোরের কিচ্ছা'।
খুলনা অঞ্চলের বিখ্যাত লোকগাঁথা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। সোমবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে।
নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল। পাইচো নামের এক চোরকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকের গল্প।
রাজার কন্যা মহেশ্বরীকে চুরি করার জন্য পাইচো চোরকে নিযুক্ত করা হয়। অনেক চেষ্টায় রাজকন্যাকে চুরি করে সে। কোটে নামে এক তরুণের সঙ্গে বিয়ে হয় রাজকন্যার।
একজন কথকের বর্ননায় নাটকের গল্প এগিয়ে চলে, আর পাত্র পাত্রীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।
নাটকটিতে অভিনয় করেছেন কাজী শিলা, শ্যামল হাসান, সালাউদ্দিন রাহাত, কিরণ জাকারিয়া, কাজী সম্রাট, আলামিন স্বপন, সুমন ঘোষ, জয়া, সজল, সিরাজুম মনিরা ইকরা, মীর ফারজানা আক্তার নীপা, বর্ণালী আহমেদ সেতু, চন্দ্রিমা মল্লিক তন্দ্রা, কবির বাউল, শংকর কুমার মন্ডলসহ আরও অনেকে।
নাটকটি ঢাকা পদাতিকের ৩৫তম প্রযোজনা।