Published : 16 Jun 2025, 11:34 PM
দেশের বিভিন্ন জেলায় ‘ছাপচিত্রে ভাষা প্রকাশের উদযাপন’ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ভাষাযোগ’।
সোমবার বিকালে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে শিল্পকলা একাডেমি বলেছে, কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের ভাষা, উপভাষা ও সাংস্কৃতিক অভিব্যক্তিকে চিত্র ও লেখার মাধ্যমে প্রকাশ করবেন এবং তা পরিণত হবে একটি সম্মিলিত শিল্পকর্মে।
ঢাকার শিল্পকলা একাডেমির চিত্রশালায় ১৩-২১ জুন কর্মশালাটি হচ্ছে।
ঢাকার পর প্রথম পর্যায়ে টাঙ্গাইলের মধুপুর, নেত্রকোনোর বিরিশিরি, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় হবে এ আয়োজন।
পর্যায়ক্রমে সকল জেলায় এই আয়োজন হবে, সেখানে থাকবে স্থানীয় জনগণের অংশগ্রহণে ছাপচিত্র।
শিল্পকলা একাডেমির চিত্রশালায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপপরিচালক প্রদ্যোত কুমার দাস এবং কর্মশালার পরিচালক জাফর ইকবাল।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, এই কর্মশালার মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়া শিল্পভিত্তিক উদ্যোগ, ভাষার বৈচিত্র্য, ব্যক্তি স্বাধীনতা ও অভিব্যক্তির স্বাধীনতাকে ছাপচিত্রের মাধ্যমে উদযাপন করা হবে।
আয়োজনটি সম্পূর্ণভাবে ‘অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক’, যেখানে ব্যক্তি তার নিজস্ব ভাষা ও পরিচয়কে তুলে ধরার সুযোগ পাবেন মুদ্রণচিত্রের মাধ্যমে।
মোস্তফা জামান বলেন, “কর্মশালায় মত প্রকাশকে আমরা গুরুত্ব দিচ্ছি। চিন্তাশীল ভিন্নমত প্রকাশকেও আমরা সাধুবাদ জানাই।”
ভাষাযোগ শুধুমাত্র একটি শিল্প অনুষ্ঠান নয়, এটি ভাষাগত ঐতিহ্যের সম্মিলিত উদযাপনও বলে মনে করেন তিনি।
মোস্তফা জামান বলেন, “যেখানে অনেক সময় ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর হারিয়ে যায়, সেখানে এ ধরণের আয়োজন শিল্পকে সংযোগের সেতু হিসেবে দাঁড় করাবে।”
তিনি বলেন, অনুষ্ঠানের বিশেষ দিক হল চলন্তিকা ট্রাভেলিং স্টুডিওর তত্ত্বাবধানে মোবাইল ছাপচিত্র কর্মশালা আয়োজন, সেখানে থাকছে পেশাদার শিল্পী ও শিক্ষকদের সহযোগিতায় সহযোগিতামূলক শিল্প সেশন। বিভিন্ন স্থানে গণ প্রদর্শনী, ভাষা ও অভিব্যক্তি নিয়ে খোলামেলা আলোচনা এবং জনগণের অংশগ্রহণে তা বাস্তবায়ন করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠ এবং ভাষার বহুমাত্রিকতা ছাপচিত্রের সাহায্যে সংরক্ষণ ও তুলে ধরার পাশাপাশি শিল্প ও মননের একটি সুস্থ প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এই কর্মসূচি নিয়ে শিল্পকলা একাডেমি ‘শূন্য আর্ট স্পেস’ ও চলন্তিকা ট্রাভেলিং স্টুডিও এক মাসেরও বেশি সময় ধরে কাজ করছে বলে জানান কর্মশালার পরিচালক জাফর ইকবাল।
তিনি বলেন, “আমরা প্রায় দেড় মাস ধরে কর্মসূচিটি নিয়ে কাজ করছি। ১৩ জুন শুরু হওয়ার পর কর্মশালায় প্রতিদিন চারটি সেশন হচ্ছে, যেখানে নিবন্ধনের মাধ্যমে প্রতিটি সেশনে ২০ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
“এতে প্রতিদিন ৮০ জনের মতো প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। ২১ জুন পর্যন্ত আরও অনেকে অংশগ্রহণ করবেন।”
কর্মশালা বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ইমেইল: [email protected], ফোন: +8809638679271, 01799020731, ওয়েবসাইট: www.chalantikastudio.org-এ যোগাযোগ করা যাবে বলেও আয়োজকেরা জানান।