Published : 15 Jun 2025, 03:16 PM
ঈদ উৎসব ঘিরে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এসেছে থ্রিলার, ড্রামা ও রহস্যঘেরা বেশ কিছু কনটেন্ট। দীপ্ত প্লে, হইচই, আইস্ক্রিন ও নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এসব সিনেমা ও সিরিজের খবর তুলে ধরেছে গ্লিটজ।
দীপ্ততে 'হাইড এন সিক'
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম 'হাইড এন সিক'। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে ঈদকে ঘিরে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জিয়াউল রোশান, দীপা খন্দকার, তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকে।
বিয়ের ঘোষণা এবং এক তরুণীর আত্মহত্যার চেষ্টার গল্পে এগিয়েছে সিনেমাটি। গল্পে দেখানো গেছে, সিনেমার তারকা ইমতিয়াজ খানের বিয়ের রাতে দুর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী। ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল প্রেমের সম্পর্ক। রাশার মৃত্যুএ পর বিনোদন সাংবাদিক নাদিয়া ইমতিয়াজকে বিষয়টি নিয়ে প্রশ্ন করায় ঘটে বিপত্তি। নাদিয়া বুঝতে পারে, যা চোখের সামনে দেখা যাচ্ছে, তার চেয়েও বড় কোনো সত্য লুকিয়ে আছে এর পেছনে।
শুরু হয় নাদিয়ার তদন্ত। পথে নানান বাধা অতিক্রম করে সত্য উন্মোচন করেন নাদিয়া। নাদিয়া চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।
সৃজিতের ‘কিলবিল সোসাইটি’
ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জির সিনেমা ‘কিলবিল সোসাইটি’ চলছে হইচইয়ে। এপ্রিলে প্রেক্ষাগৃহে আসে সিনেমাটি।
কিলবিল সোসাইটিতে মুখ্য ভূমিকায় দেখা গেছে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। সিনেমায় পরিচালক এবার বার্তা দিয়েছেন ‘মরতে চাইলে বাঁচতে হবে’।
চিত্রনাট্যে দেখানো হয়েছে পূর্ণা নামের এক তরুণী লাগামছাড়া জীবনযাত্রায় অভ্যস্ত। ইন্টারনেটে তার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে হতাশায় ভুগে আত্মহত্যার চেষ্টা করে সে। কিন্তু ব্যর্থ হয়। নিজেকে খুন করার জন্য পেশাদার খুনিকে ভাড়া করে।
আনন্দ কর নামের একজন চুক্তিভিত্তিক খুনি সরাসরি পূর্ণাকে মারে না। তার সঙ্গে সময় কাটাতে শুরু করে। এভাবেই এগিয়ে যায় গল্প। সিনেমায় আরও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়।
আইস্ক্রিনে 'পাপ কাহিনী'
আইস্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’। তিন পর্বের এই সিরিজ নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।
মফিজ নামের এক ব্যক্তি তার স্ত্রী রূপার সম্পত্তি নিজের নামে নিয়ে লিখিয়ে নেয়। এবং বিক্রি করে টাকা পয়সা অন্য নারীদের পিছনে খরচ করে। স্বামীর এই নারী আসক্তি হাতেনাতে ধরা পড়ে রূপার কাছে।
রূপা তখন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। রূপা ধীরে ধীরে সাদাসিধে গ্রামের নারী থেকে হয়ে ওঠেন আধুনিক শহুরে নারী। সিরিজে আরও অভিনয় করেছেন মিথিলা, মৌসুমি মৌ, শাহরিয়ার নাজিম জয়সহ অনেকে।
নেটফ্লিক্সে 'রানা নাইডো'
নেটফ্লিক্স দেখাচ্ছে ভারতীয় হিন্দি অ্যাকশন ক্রাইম সিরিজ ‘রানা নাইডুর' দ্বিতীয় মৌসুম। পরিবারে টানাপড়েনসহ নানা ঝামেলায় জর্জরিত রানা নামের চরিত্রটি।
এক সময়ে বাধ্য হয়ে কুস্তিতে নামেন তিনি। শর্ত ছিল স্বেচ্ছায় হেরে যাবে, বিনিময়ে পাবেন টাকা। কিন্তু অহংকারের বশে প্রতিপক্ষকে কুপোকাত করে দেন রানা। বাড়ে জটিলতা।
এছাড়াও জীবনের আগের কিছু জটিলতা থেকেও বের হতে চান তিনি, কিন্তু তার সেই অতীতও তাকে নানাভাবে আটকে রাখে।
এতে অভিনয় করেছেন রানা দজ্ঞুবতি, ভেঙ্কটেশ, অর্জুন রামপাল, সুরভিন চাওলা, কৃতি খারবান্দাসহ অনেকে।