Published : 02 Jun 2025, 12:19 PM
কলকাতা আর শান্তিনিকেতন ঘুরে ভারতের হিন্দি সিনেমার নায়িকা কাজল গেল বছর যে সিনেমার শুটিং করেছিলেন, সেটির ট্রেইলার এসেছে। সিনেমার নাম ‘মা’। গা ছমছমে ভৌতিক গল্পের সিনেমা এটি।
এতে আরো অভিনয় করেছেন রনিত রায় ও ইন্দ্রনীল সেনগুপ্ত। বিশাল ফুরিয়া পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে জুন মাসের ২৭ তারিখে।
১৯৯২ সালে বাবা সোমু মুখোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় ‘বেখুদি’ সিনেমা দিয়ে কাজলের বলিউডে আত্মপ্রকাশ।
এরপর অভিনয় দিয়েই বলিউডে স্থান পাকা করে নেন এই অভিনেত্রী। ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে কাজলের ‘বাজিগর’ সুপারহিট। তার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি।
কাজল এরপর ‘গুপ্ত’,‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’,‘পেয়ার তো হোনাহি থা’, ‘দুশমন’,‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম আপকে দিলমে রেহেতে হে’,‘কাভি খুশি কাভি গাম’,‘ফানা’র মত হিট সিনেমা উপহার দিলেও বাংলা সিনেমায় তার আগ্রহের প্রকাশ দেখা যায়নি।
ইদানিং কাজলকে বেশি পাওয়া যাচ্ছে ওয়েব সিরিজে।