Published : 21 May 2025, 05:44 PM
তিনদশক আগে মুক্তি পেয়েছিল বলিউডের সাড়া তোলা হাসির সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’। এত বছর পর সিনেমাটি আলোচনায় এসেছে আইনি সুরক্ষা ও মেধাস্বত্ব সংরক্ষণের প্রশ্নে।
সংবাদ মাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বিনয় পিকচার্সের প্রয়াত প্রযোজক বিনয় সিনহার সন্তান শান্তি বিনয়কুমার সিনহা দিল্লি হাই কোর্টে একটি অভিযোগ করেছেন।
ওই অভিযোগে বলা হয়েছে ফেইসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, রিলস কিংবা বিজ্ঞাপনচিত্রে সিনেমাটির সংলাপ, চরিত্র, এমনকি নাম ও পোশাক পর্যন্ত অনুমতি ছাড়াই ব্যবহৃত হচ্ছে।
এরপর হাই কোর্ট অন্তর্বর্তী আদেশে বলেছে, ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার সংলাপ, চরিত্র, নাম, পোশাক বা যেকোনো দৃশ্যমান উপাদান কেউ অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না।
যদি সেটি ঘটে থাকে, তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে পারবে।
এই রায়কে কেবল এই একটি সিনেমার ক্ষেত্রে নয়, বরং বলিউডসহ সমগ্র ভারতীয় চলচ্চিত্রশিল্পে মেধাস্বত্ব নিয়ে চলমান এক ধরনের অবহেলার বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই সিনেমায় আমির খান, সালমন খান, রভিনা ট্যান্ডন, করিশমা কাপুর, শক্তি কাপুর, পরেশ রাওয়াল অভিনয় করেছেন। ৩১ বছর পর গত এপ্রিল মাসে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
‘আন্দাজ আপনা আপনার’ গান থেকে শুরু করে চরিত্র, সংলাপ, সবকিছুই একটা সময় ঘুরেছে দর্শকদের মুখে মুখে। এমনকি এই সিনেমার বেশ কিছু দৃশ্য নিয়ে তৈরি হয়েছে নানা মিমও। কেবল তাই নয়, বহু পোশাক এবং জিনিসপত্রেও মাঝেমধ্যেই এই সিনেমার ঝলক নজরে আসে।