Published : 22 Apr 2025, 11:07 AM
ভারতের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির উপর ত্যক্ত-বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশের পর এবার শাহরুখ খানকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
তিনি বলেছেন, শাহরুখের চেয়েও তাকে ‘বেশি ব্যস্ত থাকতে হয়’।
এই মন্তব্যের পেছনের গল্প বলেছে এনডিটিভি।
কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় ভারতীয় সার্টিফিকেশন বোর্ডের কড়া সমালোচনা করছেন অনুরাগ।
এই ক্ষোভের কারণ, ‘ফুলে’ সিনেমার মুক্তির জন্য বোর্ড থেকে ছাড়পত্র পায়নি। তার রাগক্ষোভ দেখে কেউ কেউ প্রশ্ন করেছেন , “অন্যের সিনেমা মুক্তি নিয়ে এত চিন্তা আপনার, নিজের কাজের খবর কি?”
জবাবে এক্সে অনুরাগ লিখেছেন, তাকে ‘ব্যস্ত থাকতে হয়’।
“আমি অতটা উপার্জন করি না। ২০২৮ সাল পর্যন্ত আমার কাছে নতুন কাজের কোনো ডেট নেই৷ আমার পাঁচটা প্রজেক্ট রয়েছে, যা হয়ত এই বছরেই মুক্তি পাবে বলে আশা করি।
“অথবা তিনটি এই বছরে আসবে, বাকি দুইটা আগামী বছর। তাই দয়া করে নিজের চড়কায় তেল দিন।”
I have relocated cities.i have not left filmmaking . For all the people who think I am frustrated and gone . I am here and I am busier than shah rukh khan ( I have to be, I don’t make
As much money😂) I don’t have dates until 2028. I have five directorial hopefully coming out…
— Anurag Kashyap (@anuragkashyap72) April 17, 2025
এই পরিচালক আরো লিখেছেন, “আমি কেবল শহর বদল করেছি। সিনেমা বানানো ছেড়ে দেইনি। যারা মনে করেন আমি হতাশ, চলে গেছি, তাদের বলছি, আমি শাহরুখের চেয়েও বেশি ব্যস্ত।”
কয়েকমাস আগে ‘দ্য হিন্দু’কে দেওয়া একটি সাক্ষাৎকারে অনুরাগ বলেছিলেন, তিনি মুম্বাই ছেড়ে চলে যেতে চান।
হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে সন্তোষজনকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না, এমনই দাবি ছিল তার।
অনুরাগের কথায়, এখনকার দুনিয়ায় সিনেমার মান উন্নত করার চাইতে বাণিজ্যিক দিকে বেশি মনোনিবেশ করা হয়।
তিনি বলেছিলেন, “এই ইন্ডাস্ট্রি খুব বিষাক্ত হয়ে উঠেছে। সবাই অবাস্তব লক্ষ্যের পেছনে ছুটছে। সবাই ৫০০ বা ৮০০ কোটি রুপির সিনেমা তৈরির চেষ্টা করছেন। যার ফলে সৃজনশীল পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।“
যেখানে উদ্দীপনা আছে, তেমন কোনো জায়গায় কাজ করতে চান অনুরাগ। সেই বিবেচনা থেকে কাজের জন্য দক্ষিণকে বেছে নিয়েছেন তিনি।