Published : 17 Jun 2025, 01:13 AM
তিন দশকের বেশি সময় আগে হলিউডি অভিনেতা আল পাচিনো তার ‘সেন্ট অব আ উইম্যান’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন।
ওই সিনেমায় একজন অন্ধ বদমেজাজি সাবেক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন তিনি।
ওই চরিত্রে অভিনয়ে খ্যাতির পেছনে তার মেয়ের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন এই অভিনেতা।
কীভাবে সম্ভব? সেই গল্প আল পাচিনো করেছেন সিএনএনের সঙ্গে।
১৯৯১ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় অভিনয় করার আগে চরিত্রটি নিয়ে তিনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একদিন তিনি শিশু কন্যা জুলি মারিকে একজন অন্ধ ব্যক্তির মত অভিনয় করে দেখাতে বলেন।
আল পাচিনো বলেন, “আমি বললাম, একজন অন্ধ মানুষ কেমন করেন, তুমি (জুলি) আমাকে তা অভিনয় করে দেখাতে পারবে?
“জুলি অভিনয় করে দেখালো এবং আমি উপলব্ধি করলাম, আমি এত ভালো পারব না। কারণ বাচ্চারা অনেক বেশি প্রতিভাবান হয়।”
আল পাচিনো ওই সময় অবাক হয়ে ভেবেছিলেন, কোনো প্রস্তুতি ছাড়াই জুলি এত দারুণ অভিনয় করলো কী করে!
‘সেন্ট অব আ উইম্যান’ সিনেমায় সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব পাচিনো তার মেয়েকে দেন। তিনি মনে করেন, চার সন্তানের কল্যাণেই তার ক্যারিয়ার এগিয়েছে মসৃণ গতিতে।
৮৫ বছর বয়সী আল পাচিনোর চতুর্থ সন্তান রোমান পাচিনো পৃথিবীতে এসেছে দুই বছর আগে।
তাকে নিয়ে অভিনেতা বলেন, রোমান যাই করুক না কেন, তাতেই তার কৌতুহল জাগে।
অনেক সময় দূরে থাকে ভিডিও কলে রোমানকে হারমোনিকা বাজিয়ে শোনান বলেও জানিয়েছেন আল পাচিনো।
বছরখানেক আগে পিপল ম্যাগাজিনকে তিনি বলেছিলেন পিতৃত্ব তাকে ‘ভালো কিছুর’ জন্য বদলে দিয়েছে।
আল পাচিনোর বর্তমান সঙ্গী রোমানের মা নূর আলফাল্লাহ একজন প্রযোজক।
এছাড়া আভিনেতার সাবেক সঙ্গী বেভারলি ডি’অ্যাঞ্জেলোর সঙ্গে পাচিনোর রয়েছে ২৪ বছর বয়সী যমজ সন্তান অলিভিয়া এবং অ্যান্টন। এছাড়া আরেক সঙ্গী জ্যাঁ ট্যারান্টের ঘরেও রয়েছে ৩৫ বছর বয়সী কন্যা সন্তান জুলি।