Published : 09 Jun 2025, 02:27 PM
ঈদের দিন থেকে শুরু করে তিনদিন চ্যানেল আই, বিটিভি, এনটিভি, মাছরাঙাসহ অন্য টেলিভিশন স্টেশনগুলোতে প্রচার করা হচ্ছে বেশকিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
এসব সিনেমার মধ্যে কয়েকটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও হচ্ছে।
চ্যানেল আইয়ে নাঈম-মিথিলার ‘জলে জ্বলে তারা’
চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার সিনেমা ‘জলে জ্বলে তারা’। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে সিনেমাটি।
অরুণ চৌধুরী পরিচালিত এ সিনেমা চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।
‘জলে জ্বলে তারা’ সিনেমায় হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন নাঈম। আর মিথিলাকে দেখা গেছে তারা চরিত্রে।
চিত্রনাট্য সাজানো হয়েছে সামাজিক ও পারিবারিক গল্পে। যেখানে প্রেম আছে, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আছে।
‘তারা’ নামের এক মেয়ের জীবনকে ঘিরে গল্প এগিয়েছে। যে মেয়েটি সার্কাসের দলে কাজ করে এবং পরিবারের সবাইকে হারিয়ে নদীর পাড়ে বসবাস করে। তার জীবনে ভালোবাসার মানুষ হয়ে আসে হোসেন মাঝি। দুজনের জীবনের পথচলার নানা বাধাবিপত্তি ঘিরেই এগিয়ে যায় সিনেমার গল্প।
সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকে।
বিটিভিতে শাকিব-বুবলীর সিনেমা
বিটিতে দুপুর আড়াইটায় দেখা যাবে কাজী হায়াতের পরিচালনায় সিনেমা 'বীর'। সিনেমাটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। এতে জুটি বেঁধেছেন শাকিব খান ও শবনম বুবলী।
অপরাজনীতির প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, নানা শাহ, সাদেক বাচ্চু, শিবা শানু।
এনটিভিতে কাজী হায়াতের দুই সিনেমা
সকাল ১০টা ৫ মিনিটে এনটিভিতে দেখা যাবে কাজী হায়াত পরিচালিত সিনেমা 'আম্মাজান'। অভিনয় করেছেন মান্না, মৌসুমী, আমিন খান, শবনম, ডিপজল, মিজু আহমেদ, কালা আজিজসহ অনেকে।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি মায়ের প্রতি সন্তানের ভক্তি, শ্রদ্ধাবোধ, আত্মত্যাগ ও সম্পর্কের গল্পে এক কালজয়ী সিনেমা। সে বছরের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র এটি।
এদিন বিকাল ৪টা ২০ মিনিটে দেখা যাবে 'লুটতরাজ' সিনেমাটি। কাজী হায়াতের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন মান্না, দিতি, মৌসুমী, আনোয়ারা, মিজু আহমেদ, আনোয়ার হোসেনসহ অনেকে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে।
আরটিভিতে 'মায়া দ্য লাভ'
সকাল ১০টা ১০ মিনিটে দেখা যাবে 'মায়া দ্য লাভ' সিনেমাটি। পরিচালনা করেছেন জসিম উদ্দীন জাকির। অভিনয় করেছেন সাইমন সাদিক, শবনম বুবলী, রোশান, আনিসুর রহমান মিলন। গত বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
দুপুর ২টা ১০ মিনিটে সিনেমা ‘মনের জ্বালা’ প্রচার হবে। মালেক আফসারীর পরিচালনায় এ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর। সিনেমাটি ২০১১ সালে মুক্তি পেয়েছিল।
মাছরাঙা টিভিতে ‘পোড়ামন ২’
মাছরাঙা টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে সিনেমা ‘পোড়ামন ২’। এ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটি। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
নাগরিক টিভিতে 'ডেড বডি'
নাগরিক টিভিতে প্রচার হবে একাধিক সিনেমা। এর মধ্যে দুপুর আড়াইটায় দেখা যাবে সিনেমা ‘ডেড বডি’। অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, মিষ্টি জাহান।
ভৌতিক গল্পের এই সিনেমা পরিচালনা করেছেন ইকবাল। গতবছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
একই দিন বিকাল ৫টায় দেখা যাবে সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। এতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সানী সানোয়ার পরিচালিত সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পেয়েছিল।
বৈশাখী টিভিতে 'পিতার আসন’
দুপুর ২টায় বৈশাখী টেলিভিশনে দেখা যাবে সিনেমা ‘পিতার আসন’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আমিন খান, রাজ্জাক, সুচরিতা, আলীরাজ, নাসরিন। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক।