Published : 13 Jun 2025, 01:14 PM
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুর মারা গেছেন।
এনডিটিভি লিখেছে বৃহস্পতিবার যুক্তরাজ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই শিল্পপতির মৃত্যু হয়; তার বয়স হয়েছিল ৫৩।
গার্ডস পোলো ক্লাবে খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এর পর তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপরই তিনি মারা যান, চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায়নি।।
আরও শোনা যাচ্ছে, পোলো খেলার সময় একটি মৌমাছি গিলে ফেলেছিলেন সঞ্জয়, সেটি তার গলার ভেতরে কামড়েও দিয়েছিল, আর এ জন্যই তিনি হৃদরোগে আক্রান্ত হন।
নিজের এক্স হ্যান্ডলে একদিন আগেও পোস্ট করেছিলেন তিনি। আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন তিনি।
ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ে হয় ২০০৩ সালের সেপ্টেম্বরে।ওই সময় ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন কারিশমা। তাদের প্রথম সন্তান সামাইরার জন্ম ২০০৫ সালে।
সামাইরার জন্মের পর থেকেই বারবার শোনা গেছে সঞ্জয়ের সঙ্গে কারিশমার বনিবনা না হওয়ার গুঞ্জন। এর জের ধরে ওই সময় কিছুদিনের জন্য দিল্লি থেকে মুম্বাইয়েও ফিরে আসেন কারিশমা।
পরে অবশ্য আরও একবার সম্পর্ক জোড়া লাগে কারিশমা-সঞ্জয়ের। ২০১০ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান কিয়ান রাজ কাপুর।
এরপর থেকেই আবারও মাথাচাড়া দিয়ে ওঠে কারিশমার সংসারে ভাঙ্গনের খবর। প্রতিবারই অভিযোগ উঠেছে সঞ্জয়ের বিরুদ্ধে। শোনা যায়, কারিশমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি।
অবশেষে বিচ্ছেদের পথেই এগোন তারা। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন তারা। পরে ২০১৬ সালে বোন কারিনা কাপুরের স্বামী অভিনেতা সাইফ আলি খানের মধ্যস্থতায় বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
সাবেক স্বামীর মৃত্যুর খবরে কারিশমাকে সান্ত্বনা দিতে তার পাশে আছেন বোন কারিনা, সাইফ এবং অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু মালাইকা অরোরাও।
আরও পড়ুন
বিয়ে করলেন কারিশমা'র সাবেক স্বামী সঞ্জয় কাপুর
সাবেক স্বামীর সঙ্গে কারিশমা, সম্পর্ক জোড়া লাগার 'গুঞ্জন'
কারিশমার বিরুদ্ধে টাকার জন্য বিয়ের অভিযোগ