Published : 02 Feb 2025, 12:26 AM
ভারতীয় সিনেমার পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের। মাসখানের ধরে আমির-ফাতিমার সম্পর্ক চর্চার পর এবার এই অভিনেতার সঙ্গে বেঙ্গুলুরুর এক নারীর নাম শোনা যাচ্ছে।
নিউজ ১৮ লিখেছে, ওই নারীর সঙ্গে সম্পর্কে আমির এগিয়েছেন অনেকটাই। ইতোমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে বেঙ্গালুরুবাসিনীর পরিচয়ও করিয়ে দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা।
তবে ওই নারীর নাম পরিচয় আসেনি কোথাও।
এই বিষয়ে আমির বা তার পরিবারের কারো কোনো বক্তব্যও সংবাদমাধ্যমে আসেনি।
আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান।
২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান। ‘লগন’ চলচ্চিত্রের শুটিংয়ে আমির-কিরণের পরিচয়; কিরণ সেই ছবির সহকারী পরিচালক ছিলেন।
২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। তবে প্রেম-বিয়ে-সংসার চুকেবুকে বিচ্ছেদ হয়ে গেলেও সিনেমাই দুজনকে এক কাতারে বেঁধে রেখেছে। কিরণের লাপাতা লেডিস সিনেমার প্রযোজক ছিলেন আমির।
বিচ্ছেদ হলেও তারা যে সত্যি 'পরিবারের মত', সে কথা কাজে প্রমাণ করেছেন আমির ও কিরণ। আমিরের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে কিরণকে দেখা যায়।
এছাড়া সিনেমা সংশ্লিষ্ট মুম্বাইয়ের নানা অনুষ্ঠানে আমির-কিরণের যুগল উপস্থিতি স্বাভাবিক দৃশ্য হয়ে গেছে।
এরপর কিছুদিন শোনা গেল ফাতিমা সানা শেষের সঙ্গে আমির তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
সেই গুঞ্জন থিতিয়ে পড়েছে। এখন নতুন করে বেঙ্গালুরুর এক নারীর সঙ্গে আমিরের সম্পর্কের খবর এল।