Published : 31 May 2025, 06:19 PM
বিয়ের ঘোষণা এবং এক তরুণীর আত্মহত্যার চেষ্টা থেকে শুরু ওয়েব ফিল্ম ‘হাইড এন সিকের’ গল্প। সিনেমার গল্প যত আগাতে থাকে ঘন হয় রহস্য। তাতে উঠে আসে গ্ল্যামার জগতের রঙিন আলোর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার নানা দিক।
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে থ্রিলারধর্মী এই ওয়েব ফিল্মটি।
আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে ঈদে মুক্তি পাবে ‘হাইড এন সিক’। সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
এতে অভিনয় করেছেন তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকে।
‘হাইড এন সিক’ সিনেমার চিত্রনাট্যে দেখা যাবে ইমতিয়াজ খান জনপ্রিয় একজন চিত্রনায়ক। তার বিয়ের ঘোষণার রাতে রাশা নামের এক তরুণীর একটি দুর্ঘটনা ঘটে।
পরে জানা যায় রাশা আত্মহত্যা করতে চেয়েছিলেন। কারণ ইমতিয়াজের সাথে রাশার সম্পর্ক ছিল। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। তাকে দেওয়া হয় মৃত্যুর হুমকি।
বিজ্ঞপ্তিতে পরিচালক বলেন, "থ্রিলারধর্মী এই গল্পে এমন একটি বিষয়ের কথা বলা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।”
পরিচালক আশা করছেন সিনেমাটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।