Published : 01 Jun 2025, 01:12 PM
থ্রিলার, ডার্ক কমেডি, ড্রামা ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নতুন কিছু সিরিজ ও সিনেমা মুক্তি পেয়েছে দেশ-বিদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে।
আইস্ক্রিনে দেখা যাচ্ছে ‘পার্টি’ সিরিজ, হইচইয়ে চলছে অনির্বাণের ‘অথৈ’ সিনেমা এবং নেটফ্লিক্সে এসেছে ‘হিট: দ্য থার্ড কেস’।
এছাড়াও জিও হটস্টারে আইনজীবী মাধব মিশ্রকে নিয়ে দেখা যাচ্ছে জনপ্রিয় সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিসের’ নতুন সিজন।
চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
আইস্ক্রিনে 'পার্টি'
ডার্ক কমেডি থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ 'পার্টি' দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। রিয়াদ মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ, ফারুক আহমেদসহ অনেকে।
সিরিজের গল্পে দেখা গেছে, মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করে এক তরুণ। পার্টিতে এসে হাজির হন অপরিচিত এক ব্যক্তি। ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত খুন।
এরপর লাশ গায়েব করার চেষ্টায় সবাই নেমে পড়েন। এসব ঘটনায় এগিয়ে গেছে সিরিজটি।
'অথৈ' হইচইয়ে
হইচইয়ে দেখা যাচ্ছে সিনেমা 'অথৈ'। অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় ও সোহিনী সরকার।
সিনেমার গল্পে দেখা গেছে, ভিনসুরা গ্রামের ছেলে অথৈর গল্প। বিনা চিকিৎসায় অথৈয়ের মায়ের মৃত্যু হয়, ডাক্তার হওয়ার জেদ চাপে তার। অথৈয়ের পথচালার গল্প দেখানো হয়েছে এই সিরিজে।
নেটফ্লিক্স দেখাচ্ছে 'হিট: দ্য থার্ড কেস সিনেমা'
নেটফ্লিক্সে দেখা যাচ্ছে 'হিট: দ্য থার্ড কেস সিনেমা' । ২০২০ সালে প্রচার হয়েছিল ‘দ্য ফাস্ট কেস’, এরপর ২০২২ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘সেকেন্ড কেস’। এবারের গল্পে দেখা যাবে এসপি অর্জুন সরকার একটি হত্যাকাণ্ড ঘটান এবং এই অপরাধের জন্য কারারুদ্ধ হন।
কারাগারে স্যামুয়েল জোসেফ নামে তার এক সহকর্মী সেখানকার নানা ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন।
শৈলেশ কোলানু পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন নানী, শ্রীনিধি শেঠি, সূর্য শ্রীনিবাস, আদিল পালা, প্রতীক স্মিতা পাতিল। তেলেগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় দেখা যাচ্ছে সিনেমাটি।
'ক্রিমিনাল জাস্টিস সিজন ফোর' জিও হটস্টারে
হিন্দি সিরিজ 'ক্রিমিনাল জাস্টিস সিজন ফোর' দেখা যাচ্ছে জিও হটস্টারে। কোর্ট ড্রামা জনারার এই সিরিজটি নির্মাণ করেছেন তিগমাংশু ধুলিয়া ও বিশাল ফুরিয়া। এতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, জিসান আইয়ুব, সুরভিন চাওলা।
সিরিজের গল্পে দেখা গেছে আইনজীবী মাধব মিশ্রার কাছে নতুন মামলা এসেছে। বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাইয়ের নামী হাসপাতালের এক চিকিৎসককে। এ মামলার দায়িত্ব নেওয়ার জন্য ওই চিকিৎসকের স্ত্রী মাধবের কাছে।
কাজ শুরু করে মাধব দেখেন মামলা যতটা সহজ ভাবা হয়েছিল, ততটা সহজ নয়। জটিল হতে থাকে ঘটনা। শেষ পর্যন্ত মাধবের সত্যের জয় হয় কী না সেই গল্পই দেখা যাবে সিনেমায়।