'এই যে পাশে এলে, এই যে কাছে এলে', শুভর সঙ্গে ছবিতে মন্দিরা
একজনের দ্বিতীয় সিনেমা, আরেকজন পর্দায় আসলেন দুবছর পর। তারা হলেন মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভ। দুজন একসাথে কাজ করেছেন এবার ঈদে মুক্তি পাওয়া 'নীলচক্র: ব্লু সার্কেল' সিনেমায়। ফেইসবুকে নায়কের সাথে নিজের কিছু ছবি পোস্ট করেছেন মন্দিরা।
সেসব ছবি তুলে ধরেছে গ্লিটজ।