Published : 06 Jun 2025, 09:30 PM
ঈদ উপলক্ষে বরাবরের মত এবারো টেলিভিশন স্টেশনগুলোতে প্রচার করা হবে নতুন-পরনো বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
শাকিব খানের একাধিক সিনেমার পাশাপাশি এই তালিকায় থাকছে শবনম বুবলী, জয়া আহসান, জিয়াউল রোশান ও সিয়াম আহমেদের সিনেমা।
দর্শকের ঈদের সকাল শুরু হবে বুবলী অভিনীত ‘ছায়া’ সিনেমা দিয়ে, দুপুরে দেখা যাবে ‘তুফান’। এছাড়া ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ‘পেয়ারার সুবাস’ সিনেমার।
ঈদের দিন টেলিভিশনের পর্দায় দেখা যাবে এমন সব সিনেমার খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
চ্যানেল আইয়ে ‘ছায়া'
ঈদের দিন সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ওয়াজেদ আলী সুমন নির্মিত সিনেমা ‘ছায়া’। সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, আসিফ নূর, সুষমা সরকার, সিমরিন লুবাবা ও অর্ণিলসহ অনেকে।
অনাদর, ঘৃণা, উপহাসের স্বীকার হওয়া নিষ্পাপ দুটি জীবনের হাসি-কান্না, দুঃখ-কষ্টের গল্পের সিনেমা ‘ছায়া।
সিনেমায় মায়ের মৃত্যুর পর সৎ মায়ের অত্যাচারের শিকার হওয়া দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরান ও শুভ। তাদের পাশে দাঁড়ানো আইনজীবী চরিত্রে দেখা গেছে শবনম বুবলীকে।
ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে সিনেমাটি।
এনটিভিতে দুই সিনেমা
এনটিভিতে সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা 'বাদশা: দ্য ডন'।
২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক বাবা যাদব। অভিনয় করেছেন জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস আহমেদ, শ্রদ্ধা দাশ, পূজা চেরী, সুব্রত, বিশ্বনাথ বাসু, রেবেকা, রজতাভ দত্ত, নাদের চৌধুরীসহ অনেকে।
একই দিন বিকেল ৪টা ২০ মিনিটে দেখা যাবে 'পোড়ামন ২'। এ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটি। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
আরটিভিতে শাকিব ও রোশানের সিনেমা
ঈদের প্রথম দিন সকাল ১০টা ১০মিনিটে আরটিভিতে দেখা যাবে সিনেমা 'বেপরোয়া'। হল রাজা চন্দ পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল রোশান, ববি হক, কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খানসহ অনেকে।
সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।
দুপুর ২টা ১০ মিনিটে দেখা যাবে শাকিব খান অভিনীত সিনেমা 'ভালোবাসার লাল গোলাপ'। রোমান্টিক এই সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমী।
২০০৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন অপু বিশ্বাস, দিলারা হানিফ পূর্ণিমা, কাজী হায়াৎ।
বৈশাখীতে শাকিব- অপুর সিনেমা
বৈশাখী টেলিভিশনে ঈদের দিন দুপুর আড়াইটায় দেখা যাবে সিনেমা ‘দাদীমা’। এফ আই মানিকের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আনোয়ারা বেগম, মিশা সওদাগর, প্রার্থনা ফারদিন দিঘী ও ডিপজল।
মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে 'তুফান' সিনেমা
মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা। এর মধ্যে গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া 'তুফান' সিনেমাটি দেখা যাবে দুপুর আড়াইটায়।
রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে দ্বৈত চরিত্রে।
নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফানের চিত্রনাট্য।
শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এ সিনেমায় অভিনয় করেছেন।
দীপ্ততে জয়া আহসানের 'পেয়ারার সুবাস'
ঈদের প্রথম দিন দীপ্ত টিভিতে সকাল ৯টায় দেখা যাবে 'মায়ের হাতে বেহেস্তের চাবি' সিনেমাটি। এফ আই মানিকের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আনোয়ারা বেগম, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, ওমর সানী ও ডিপজল।
একই দিন দুপুর ১টায় দেখা যাবে সিনেমা 'পেয়ারার সুবাস'। এর মধ্য দিয়ে সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।
.
নুরুল আলম আতিকের পরিচালনায় গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসে ‘পেয়ারার সুবাস’।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও কাজ করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার।
২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি এ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রুবেল।