Published : 29 May 2025, 10:07 PM
সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমার টিজারে নতুন ধরনের লুকে দেখা দিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। তার সাথে আছে মোশাররফ করিমের উপস্থিতি।
প্রকাশ পাওয়া ‘ইনসাফ’ সিনেমার ১ মিনিট ২২ সেকেন্ডের টিজার শুরু হয় ‘এই যে ঢাকা শহরে হঠাৎ করেই এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে, এক সময়ের ত্রাস ডন ইউসুফ হয়ত আবার ফিরে এসেছে! আজব ক্যারেক্টার! খুন করার পরে নাকি সে দুধ দিয়ে গোসল করে!’ এই সংলাপ দিয়ে।
এই ডন ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। মারপিট, খুনের পাশাপাশি রোমান্টিক আবহেও ধরা দিয়েছেন এই অভিনেতা।
টিজারে রাজকে বলতে শোনা যায়, “বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই, এমন একটা মানুষ দেখান তো!”
‘ইনসাফে’ রাজের বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন রাজ।
তবে সবচেয়ে বেশি চমক নিয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম। টিজারের একদম শেষে হঠাৎ তার আবির্ভাব হয়ে তিনি বলা শুরু করেন, “আমি অমানুষ মারি, মানুষ মারি না”।
টিজার প্রকাশের পর ‘ইনসাফ’ সাড়া তুলেছে জানিয়ে সঞ্জয় সমাদ্দার বলেন, “দর্শকরা টিজারে অভিনয়শিল্পীদের লুক ও সংলাপ বেশ পছন্দ করছেন। রাজ ও মোশাররফ করিমের এমন লুক আগে দেখা যায়নি। সিনেমাটি নিয়ে অনেকেই তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন।"
পরিচালক বলেছেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে ইনসাফের চিত্রনাট্য।
“আমাদের সিনেমার যে স্টোরি লাইন সেটা একটা সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। বাংলাদেশ সমাজের এমন কিছু দিক আমরা তুলে ধরেছি যেটা এখনকার সময় উপযোগী ও দর্শক খুব সহজেই নিজের সাথে কানেক্ট করতে পারবেন।"
'ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস প্রযোজনার দায়িত্ব নিয়েছে।
ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং।
বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। তিন বছর আগে এই নির্মাতা কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে 'মানুষ' নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লেখান।