Published : 26 Jul 2024, 12:02 PM
ঢাকায় পশ্চিমবঙ্গের সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর কনসার্টের দিন তারিখ ঠিক হয়েছিল আরো মাসখানেক আগে। কিন্তু কোটা আন্দোলন ঘিরে ঘটে যাওয়া নজিরবিহীন সহিংসতার পর পরিস্থিতি শান্ত হলেও শুক্রবারের সেই কনসার্টটি বাতিল করা হয়েছে।
ঢাকা-কলকাতা দুই শহরেই জনপ্রিয় এই শিল্পীর এই কনসার্ট অনুষ্ঠিত হবে প্রায় দেড় মাস পর।
আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানার কর্ণধার ও গায়ক-সংগীত পরিচালক জয় শাহরিয়ার গ্লিটজকে বলেন, “রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ কনসার্টটি ২৬ জুলাই হওয়ার কথা ছিল। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে অনুষ্ঠানটি পরিবর্তন করে আগামী ৬ সেপ্টেম্বর করা হয়েছে।"
তিনি আরও বলেন," ইতিমধ্যে যারা কনসার্টটির টিকেট কেটে ফেলেছেন তারা সেই টিকেটেই ৬ সেপ্টেম্বর কনসার্টটি উপভোগ করতে পারবেন।"
কয়েকদিন আগে আনন্দবাজার লিখেছিল, বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গায়ককে কনসার্টের জন্য ঢাকায় যেতে নিরুৎসাহিত করেছিলেন।
এরপরও ফেইসবুকে নচিকেতা লিখেছিলেন, “গানের অনুষ্ঠানের জন্য ওপার বাংলায় প্রায়ই যাই আমি। বাংলাদেশের মানুষ আমার গান ভালোবাসেন। ২৬ জুলাই তেমনই একটি অনুষ্ঠানের কথা অনেক দিন ধরেই ঠিক হয়ে রয়েছে। সেটার জন্যই যাব।”
এখন আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকেই গানের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
শাহরিয়ারের নিজেরও এই কনসার্টে নচিকেতার সঙ্গে গান গাওয়ার কথা ছিল। শহারিয়ারের সুর ও সংগীতায়োজনে নচিকেতা গান গাইছেন ২০১৬ সাল থেকে।
নিজের সংগীত জীবনের তিন দশক পূর্তিতে গত বছরের নভেম্বরেও ঢাকায় লাইভ কনসার্টে অংশ নেন নচিকেতা। সেই আয়োজনও করেছিল ‘আজব কারখানা’।
শাহরিয়ার বলেন, “ওই কনসার্টের সাফল্যের পর বাংলাদেশের অগণিত ভক্ত-শ্রোতার কথা ভেবে আবার ঢাকায় নচিকেতাকে নিয়ে আসার পরিকল্পনা করা হয়।”
বাংলা গানে নচিকেতার খ্যাতি ছড়িয়ে পড়ে ১৯৯০ দশকের শুরুর দিকে। ১৯৯৩ সালে 'এই বেশ ভালো আছি' অ্যালবাম বের হওয়ার পর কলকাতার পাশাপাশি ঢাকাতেও তুমুল জনপ্রিয় হন তিনি।
এরপর তার আরও ১৮টি একক অ্যালবাম বেরিয়েছে। মিশ্র অ্যালবামও আছে কিছু।
'নীলাঞ্জনা', 'যখন সময় থমকে দাঁড়ায়', 'অনির্বাণ', 'বৃদ্ধাশ্রম' এর মত তুমুল জনপ্রিয় গান নিয়ে আসা নচিকেতা চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। মাঝেমধ্যে স্টেজ শোতেও পাওয়া যায় তাকে।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হঠাৎ বৃষ্টি সিনেমায় সংগীত পরিচালনার পাশাপাশি নিজেও গেয়েছেন। গান করেছেন বলিউডের সিনেমাতেও।
এদিকে কিংবদন্তী অভিনেতা মহানায়ক উত্তম কুমারের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে গত বুধবার রাজ্য সরকারের বিশেষ পুরস্কার ‘মহানায়ক সম্মান’ এ ভূষিত হয়েছেন নচিকেতা।