Published : 17 May 2024, 04:06 PM
বছরখানেক আগে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, বাংলা সিনেমায় কাজ করার বিষয়ে তার আগ্রহ বাড়ছে। অভিনেতার ইচ্ছার প্রতিফলন দেখা যাচ্ছে তার কাজে।
'প্রজাপতি, 'কাবুলিওয়ালা', 'শাস্ত্রী' এবং 'মহাগুরু'র পর এবার ডিস্কো ডান্সার খ্যাত এই অভিনেতা কাজ করবেন 'সওয়াল' নামের এক সিনেমা।
সংবাদ প্রতিদিন লিখেছে, 'সওয়াল' সিনেমায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে মিঠুনকে। সিনেমাটি পরিচালনা করছেন রাতুল মুখোপাধ্যায়।
আর প্রযোজনা করছে জিৎ ফিল্মস ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট।
মিঠুনের বর্তমান ব্যস্ততা চলছে রাজ চক্রবর্তীর ‘মহাগুরু’ সিনেমা নিয়ে। সেখানে মিঠুনের সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তীও।
কিছুদিন আগে 'শাস্ত্রী' সিনেমার শুটিং করার সময় অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় মিঠুনকে। সেবারে 'ইস্কিমিক স্ট্রোকে' আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে কয়েকদিন পরেই বাসায় ফেরেন তিনি।
৭৪ বছর বয়সী মিঠুনের অভিনয় ক্যারিয়ার শুরু চলচ্চিত্রকার মৃণাল সেনের হাত ধরে। মৃণালের পরিচালনায় ‘মৃগয়া’ মিঠুনের প্রথম সিনেমা। অভিষেকেই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর যাত্রা বলিউডে।
১৯৮২ সালের সিনেমা ‘ডিস্কো ডান্সার’ এ জিমি চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। জিমি চরিত্রটি থেকে অনুপ্রাণিত হয়ে ২০০৮ সালে ‘জিমি ঝিনচক, এজেন্ট অফ ডিসকো’ শিরোনামের একটা কমিক প্রকাশিত হয়, যা যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়তা পায়। সেই থেকে মিঠুন খ্যাত হয়েছেন 'ডিস্কো ডান্সার' নামে।
ক্যারিয়ারে চারশর বেশি সিনেমা করা মিঠুন অভিনয় করেছেন হিন্দি, পাঞ্জাবি, ওড়িয়া, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায়। মৃগয়া ছাড়াও ‘তাহাদের কথা’ (১৯৯২) ও ‘স্বামী বিবেকানন্দ’ (১৯৯৮) সিনেমার জন্য জিতেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।