Published : 24 Oct 2024, 09:39 PM
মুম্বাইয়ের তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকীকে হত্যা এবং বলিউডি নায়ক সালমান খানকে খুনের হুমকি দিয়ে আলোচনায় আসা গ্যাং স্টার লরেন্স বিষ্ণোইকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে একটি প্রযোজনা সংস্থা
সংবাদ প্রতিদিন লিখেছে ‘লরেন্স- আ গ্যাংস্টার’ সিরিজ নির্মাণ করবে ফায়ার ফক্স ফিল্ম প্রোডাকশন হাউস, এই কাজে ইতোমধ্যে এই সংস্থাকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।
ওয়েব সিরিজে বিষ্ণোই গ্যাংয়ের এই কাণ্ডারীর জীবনকাহিনী তুলে ধরা হবে। কীভাবে লরেন্স ভয়ানক গ্যাংস্টারে পরিণত হল, দেশ-বিদেশে কীভাবে তার কর্মকাণ্ড ছড়িয়ে পড়ল সেই গল্পই বলবে এই সিরিজ।
তবে লরেন্স বিষ্ণোইয়ের ভূমিকায় কাকে দেখা যাবে সেই তথ্য প্রযোজনা সংস্থা এখনো ফাঁস করেনি।
আসছে দীপাবলীতে ‘লরেন্স- আ গ্যাংস্টার’ ওয়েব সিরিজের প্রথম পোস্টার প্রকাশ্যে আনা হবে বলে জানা গেছে।
গত ১২ অক্টোবর মুম্বাইয়ের শহরতলি বান্দ্রায় দশেরার বাজি ফোটানোর সময় তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কুখ্যাত বিষ্ণোই গ্যাং।
সালমানের সঙ্গে বাবা সিদ্দিকীর ঘনিষ্ঠতার কারণে এই হত্যাকাণ্ডে বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করছিল পুলিশ।
এই লরেন্স বিষ্ণোই সালমানকে বছরের পর বছর ধরে কেবল লাগাতার খুনের হুমকি দিয়েই চুপ থাকেনি, নিজে কারাবন্দি থাকলেও নায়কের বাড়ির সামনেও কয়েক মাস আগে গুলি ছুড়ে পালিয়েছে তার দলের লোকেরা।
এবং সোশাল মিডিয়ায় তার দলের পক্ষ থেকে একাধিকবার সালমানকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘এর শেষ দেখে ছাড়বে তারা’।
এর মধ্যে বিষ্ণোই গ্যাংয়ের এক গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সুখবীর বলবীর সিং (সুখা) নামের ওই ব্যক্তিকে হরিয়ানার পানিপতে গ্রেপ্তার করা হয়। তিনিও সালমান খানকে হত্যার একটি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য।
পুলিশ বলছে, সালমানকে খুন করতে সুখা পাকিস্তানের এক ব্যক্তির সঙ্গে পরিকল্পনা করে একে ৪৭, একে ৯২ এবং এম ১৬ রাইফেল আনিয়েছিলেন পাকিস্তান থেকে।