Published : 23 May 2025, 01:19 PM
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পর্দায় ফিরতে যে বিশাল অংকের পারিশ্রমিক হাঁকিয়েছিলেন, সেটি নাকি ‘কাল’ হয়ে দাঁড়িয়েছে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ২০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ায়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দিয়েছেন। এছাড়া সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন নায়িকা।
দীপিকার ‘অস্বাভাবিক’ দাবির কারণেই নাকি পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছেন।
দীপিকা নির্মাতার কাছে বলেছিলেন, তিনি আট ঘণ্টা কাজ করবেন, এর বাইরে নয়। এছাড়া তেলেগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতির কথা জানিয়েছেন পরিচালককে।
পরিচালক এখন ‘স্পিরিটের’ জন্য নতুন অভিনেত্রীর খোঁজে রয়েছেন। এই সিনেমার নায়ক হচ্ছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস।
তবে দীপিকা বা ভাঙ্গার এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি সংবাদমাধ্যমে।
চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।
গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা। এর পর থেকে মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকার। এর মধ্যে এই নায়িকার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছে।
এখন পর্যন্ত বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে থাকে। আলিয়া ভাট, রাশমিকা মানদানা ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছিল।
দীপিকার ১০টির বেশি সিনেমা আছে যেগুলো ১০০ কোটি ব্যবসা করেছেন। তিনি কাজ করে যাচ্ছেন একের পর এক নজরকাড়া চরিত্রে অভিনয় করছেন। তবে তাতেও সন্তুষ্ট নন দীপিকা।
অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি মনে করি, সিনেমা নিয়ে কথা বলা দরকার বেশি কারও ব্যক্তিগত উপার্জনের দিকে নজর না দিয়ে।”
২০ কোটি পারিশ্রমিকে দীপিকার প্রত্যাবর্তন
বেশি পারিশ্রমিক পেয়েও অপরাধবোধে দীপিকা