Published : 17 Jun 2025, 11:54 AM
নব্বইয়ের ফেলে আসা সময়ের গল্পের সিনেমা ‘উৎসব’ দেশের সীমানা পেরিয়ে যাচ্ছে বিদেশের মাটিতে।
কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি।
‘উৎসবের’ পরিচালক তানিম নূর গ্লিটজকে জানিয়েছেন, আগামী ২০ জুন থেকে সিনেমাটি দেখা যাবে কানাডার ‘সিনেপ্লেক্স’ এবং যুক্তরাষ্ট্রের ‘এএমসি', ‘রিগ্যাল’, ‘সিনেমার্ক’ থিয়েটার এবং ইউকের ‘সিনেওয়ার্ল্ড’ চেইনে।
এছাড়াও ২১ জুন থেকে ‘উৎসব’ দেখতে পাবেন অস্ট্রেলিয়ার বসবাসরত বাঙালিরা।
সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।
থ্রিলার, অ্যাকশন আর সহিংসতার বাইরে পারিবারিক গল্পের এই সিনেমাটি চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারলের’ ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন তানিম।
সিনেমার গল্প এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা ওই ব্যবসায়ীকে সঙ্গে বরে নিয়ে যায় তার অতীত, বর্তমান দিনে এমনকি ভবিষ্যতেও। তিন সময়র ওই সফরে বদলে যেতে থাকে কৃপণ মানুষটি।
এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।