Published : 30 Mar 2025, 07:28 PM
কোনো ধরনের বিবাদ বা তিক্ততা তৈরি না করে চার বছরের প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছেদ নিয়েছিলেন কলকাতার দুই অভিনয় শিল্পী স্বস্তিকা মুখার্জি এবং জিতেন্দ্র মদনানী জিৎ। বিষয়টি নিয়ে তারা সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখালেও, ক্ষোভ এসেছিল স্বস্তিকার পরিবার থেকে।
এই অভিনেত্রী বলেছেন, অ্যাকশন হিরো জিতের সঙ্গে তার সম্পর্কচ্ছেদের বিষয়টি তার মেয়ে অন্বেষা মেনে নিতে পারেনি। এমনকি তারও মা এবং বোনও জিতের পক্ষ নিয়ে স্বস্তিকাকে দুষেছিলেন।
কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ লিখেছে ওই ঘটনা তার জীবন ও পরিবারে কতটা প্রভাব সেটি এবারের ফিল্মফেয়ার বাংলার অনুষ্ঠানে সাংবাদিক জিতেশ পিল্লাইকে বলেছেন স্বস্তিকা। ফিল্মফেয়ারের অনুষ্ঠান জিৎ-স্বস্তিকাকে স্বাভাবিক আলাপচারিতায় দেখা যায়।
অভিনেত্রীর কথায় জানা গেছে, তাদের সম্পর্ক ছিল টানা ৬ বছর। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একটানা বহু হিট সিনেমা তারা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন।
স্বস্তিকা বলেন, “আজও অন্বেষা জিতের পক্ষ নিয়েই কথা বলে। এখনও আমার উপর রেগে গিয়ে আমাকেই দোষ দেয়। এজন্য নাকি আমাকে ক্ষমা করা যায় না।
“আসলে জিৎ অন্বেষার খুব কাছের ছিল। আর এখন বড় হওয়ার পর তো এটাও বলে যে, এত সুদর্শন, হ্যান্ডসাম, মা এটা তুমি কী করলে!”
কেবল মেয়ে অন্বেষা নয়, অভিনেত্রীর মা এবং বোনও মনে করেন জিৎই সঠিক মানুষ ছিলেন স্বস্তিকার জীবনে।
“আমার মা এবং বোন সকলেই জিতের পক্ষ নিত সবসময়ে। জিতের বিয়েতেও গিয়েছিল তারা। বোনের অঝোরে কান্না দেখে আমি বলেছিলাম, এসব কী নাটক হচ্ছে?”
স্বস্তিকার অকপট ভাষ্য, জীবনে ছয়বার গভীর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তার প্রেমিক হিসেবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের নাম এসেছে এর আগে।
স্বস্তিকা বলেন, “কিন্তু ওই ৬ বারই মনে হয় ৬০০টা! তবে আমি কখনই এসব কাজে যাইনি। আজকাল তো কারও সঙ্গে কফি খেতে গেলেও বলা হয়, ‘এরা প্রেম করছে।’ যদিও এসব গুঞ্জন আর আমাদের মধ্যে কোনও প্রভাব ফেলে না।”
তবে কী কারণে জিতের সঙ্গে সম্পর্ক ভাঙে, সেটি খোলাসা করেননি অভিনেত্রী।
এদিকে স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের বছর খানেক বাদে জিৎ বিয়ে করেন।