Published : 13 Jun 2025, 05:20 PM
খ্যাতির বিড়ম্বনার শিকার হয়েছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জাংকুক।
প্রিয় গায়ককে সামনাসামনি এক নজর দেখবেন বলে তার বাসায় গিয়ে হাজির হন ৩০ বছর বয়সী ওই চীনা তরুণী।
বিলবোর্ড লিখেছে সামরিক প্রশিক্ষণ শেষ করে বুধবার বাসায় ফিরেছেন জাংকুক। তাকে দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে গিয়েছিলেন। তবে চীনের সেই নারী ভক্ত জাংকুকের বাসায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার ১১টা ২০ মিনিটের দিকে তিনি জাংকুকের বাসায় মূল দরজার পাসকোড ভাঙার চেষ্টা করেছেন। পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে ওই নারী জানিয়েছেন, তিনি জাংকুককে আলাদাভাবে কিছু কথা বলতে চেয়েছিলেন।
এই ঘটনার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, ঘটনার পূর্বপর খতিয়ে দেখা হচ্ছে।
সামরিক প্রশিক্ষণ শেষে এক দিনের ব্যবধানে বাড়ি ফিরেছেন বিটিএসের তারকা আরএম, ভি, জিমিন ও জাংকুক।
গিয়ংগি প্রদেশের ইয়নচন পাবলিক স্টেডিয়ামে বুধবার ভক্তদের সামনে আসেন জিমিন ও জাংকুক।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে জাংকুক বলেন, “অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। একটু অস্বস্তি লাগছে এবং বুঝে উঠতে পারছি না কী বলব। তবে সবাইকে দেখে খুব ভালো লাগছে।”
২০২৩ সালের ১২ ডিসেম্বরে পঞ্চম পদাতিক ডিভিশন আর্টিলারি ব্রিগেডের সাথে যোগ দিয়ে ১৮ মাসের সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন জাংকুক।
প্রশিক্ষণ শেষ করে মঙ্গলবার ফিরেছেন আরএম ও ভি। বিটিএসের সাত সদস্যের মধ্যে এর আগে জিন ও জে-হোপ প্রশিক্ষণ শেষ করেন। বাদ আছেন কেবল সুগা, এই গায়ক সামাজিক সেবাকর্মী প্রশিক্ষণে আছে। তার ২১ জুন অবসর নেওয়ার কথা রয়েছে।
কোরীয় তরুণদের এই প্রশিক্ষণ পর্বের প্রস্তুতি শুরু হয় সাধারণ ১৮ বছর বয়স থেকে। ২০ বছর বয়সের মধ্যে তাদের শারীরিক পরীক্ষা করা হয় যে, আদৌ সেই তরুণ সামরিক প্রশিক্ষণের জন্য উপযুক্ত কী না। পরীক্ষায় পাস করলে পরে সুবিধাজনক সময়ে টানা ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যেতে হয় তরুণদের।
তবে ২০২২ সালে আইন সংশোধন করে বিশেষ ক্ষেত্রে বয়সসীমা শিথিল করে ৩০ বছর করা হয়। এই 'বিশেষ ক্ষেত্রের' মধ্যে পড়েন বিটিএসের সদস্যরা।
বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছিল, বিটিএসের গায়কদের সবারই সামরিক প্রশিক্ষণ শেষ হচ্ছে চলতি মাসে।
সামরিক ঘাঁটিতে থাকার কারণে বিটিএসের গায়কদের এর মধ্যে একসাথে মঞ্চে পায়নি তাদের ভক্তরা। বিটিএস আশা করছে শিগগিরই সবাই একসাথে কোনো কনসার্টে গাজির হতে পারবেন না।