Published : 14 Mar 2025, 10:05 PM
সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিব তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করছে চলতি মাসের শেষ নাগাদ।
‘আবছা নীল কণা’ নামের অ্যালবামটিতে সাতটি গান রেখেছে ব্যান্ডটি; প্রকাশ হবে আগামী ২৮ মার্চ। ১৬ বছর আগে এই ব্যান্ডের যাত্রা শুরু হলেও, অ্যালবাম প্রকাশে তারা দীর্ঘ সময় নিল।
অ্যালবামটি শোনা যাবে স্পটিফাই, ইউটিউবসহ ডিজিটালসব প্ল্যাটফর্মে।
বিজ্ঞপ্তিতে ব্যান্ডটি জানিয়েছে, অর্কেস্ট্রা ও পাওয়ার মেটাল রিদমের মিশ্রণে তৈরি ৭টি ট্র্যাকের অ্যালবাম ‘আবছা নীল কণার’ মিউজিক ভিডিওর শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন বলেন, "আমরা এখন পর্যন্ত এই অ্যালবামের ৫টি গান প্রকাশ করেছি। প্রথম অ্যালবামের কাজের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন এবং ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সঙ্গীত হচ্ছে অন্যতম একটি মাধ্যম যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।"
অপার্থিব প্রথম মঞ্চে উপস্থিত হয় ২০০৯ সালে। তখন ব্যান্ডের সদস্যরা ছিলেন কার্লটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
বর্তমানে এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন সৈয়দ আদনান আলী কিরণ (ড্রামস), সালেহীন চৌধুরী উচ্ছ্বাস (ভোকাল ও গিটার), আসফিন হায়দার দিশা (ভোকাল), আদিয়ান ফয়সাল পূর্ণা (কিবোর্ড) সৈয়দ আহসান আলী (বেজ গিটার)।
গত ২৭ ফেব্রুয়ারি অ্যালবামের পঞ্চম গান ‘পথিক’ প্রকাশিত হয়।
গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালবামের প্রযোজক ও অতিথি গিটারিস্ট সাজ্জাদুল আরেফিন।